Advertisement
Advertisement
Mamata Banerjee

কৃষকদের দাবিকে সমর্থন জানিয়েও ভারত বন্‌ধে রাজ্যে জনজীবন স্বাভাবিক রাখার নির্দেশ মমতার

সরকারী কর্মীদের কর্মস্থলে পৌঁছে যেতে বলা হয়েছে।

Published by: Sulaya Singha
  • Posted:December 7, 2020 5:55 pm
  • Updated:December 7, 2020 5:55 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কৃষি আইন প্রত্যাহারের দাবিতে উত্তাল গোটা দেশ। কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে মঙ্গলবারের ভারত বনধকে সমর্থন জানিয়েছে একাধিক রাজনৈতিক দল। সোমবার পশ্চিম মেদিনীপুরের সভাস্থল থেকে এ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (CM Mamata Banerjee)। তিনি সাফ জানিয়ে দেন, ক্ষমতায় আসার পর থেকে কোনও বন্‌ধকেই সমর্থন করে না তৃণমূল সরকার। কিন্তু কৃষকদের দাবিগুলির প্রতি পূর্ণ সমর্থন রয়েছে তাঁর।

[আরও পড়ুন: উত্তরকন্যা অভিযানে প্রাণহানি, পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত্যু ১ বিজেপি কর্মীর]

এদিন কেন্দ্রের উদ্দেশে রীতিমতো হুঁশিয়ারির সুরেই মুখ্যমন্ত্রী বলেন, “হয় কৃষি আইন (Farm Laws) প্রত্যাহার করো। নাহলে ক্ষমতা ছাড়ো। আমি আজও সিঙ্গুরের কথা ভুলিনি। তাই এবারও কৃষকদের প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে।” উল্লেখ্য ২০০৬ সালে জোর করে কৃষকদের জমি নিয়ে শিল্পাঞ্চল করার বিরুদ্ধে সিঙ্গুরে ২৬ দিন অনশন আন্দোলন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাতে বড়সড় ধাক্কা খেয়েছিল তৎকালীন বামফ্রন্ট সরকার। সেই স্মৃতি উসকে দিয়েই তিনি স্পষ্ট করে দেন, এবারও হরিয়ানা-পাঞ্জাব-সহ গোটা দেশের কৃষকদের পাশে আছেন তিনি। তাঁদের দাবিগুলিকে সমর্থন জানান।

Advertisement

এর পরই মঙ্গলবার ভারত বন্‌ধ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জুড়ে দেন, “দেখুন, ক্ষমতায় আসার পর থেকে আমরা কখনওই কোনও বন্‌ধকে সমর্থন করি না। কারণ আমাদের সরকার সবসময় মনে করে এর জন্য মানুষের স্বাভাবিক কাজকর্মের বিপুল ক্ষতি হয়ে যায়। তবে কৃষকদের নীতি ও দাবিগুলিকে আমি সমর্থন করি।” আর ঠিক এই কারণেই আগামিকাল রাজ্যে জনজীবন স্বাভাবিক রাখতে তৎপর প্রশাসন। আন্দোলনের সমর্থনে কেউ পথে নামলেও যাতে সাধারণ মানুষকে কোনও সমস্যায় পড়তে না হয়, তা সুনিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে কর্মস্থলে পৌঁছে যেতে বলা হয়েছে সরকারী কর্মীদের। সমস্ত সরকারি দপ্তর, পরিষেবা স্বাভাবিক থাকবে বলেই প্রশাসন সূত্রে খবর।

[আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর সভা থেকে ফেরার পথে দুর্ঘটনার বলি ১ তৃণমূল কর্মী, জখম কমপক্ষে ২৪]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement