Advertisement
Advertisement

পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানের পদে দম্পতি, খানাকুলে ‘ঈশ্বর’দের মালাবদল!

ব্যাপারটা কী?

Husband-wife hold top post in Hooghly village panchayat

ছবিতে আবীরে রাঙা ঈশ্বর দম্পতি।

Published by: Shammi Ara Huda
  • Posted:September 19, 2018 8:17 pm
  • Updated:September 19, 2018 8:17 pm  

দিব্যেন্দু মজুমদার, হুগলি: জয়ের আনন্দে ঈশ্বররা পরস্পর মালাবদল করছেন। এহেন অভিনব দৃশ্যের সাক্ষী রইল হুগলির খানাকুলের চিংড়া পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। কী, চমকে উঠলেন তো? চমকানোরই কথা, পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে বিভিন্ন প্রান্তে যখন অশান্তি চলচে তখন শান্তিপূর্ণ জয় ছিনিয়ে নিলেন দম্পতি। রীতিমতো উৎসবের মেজাজে তৃণমূল পরিচালিত খানাকুলের চিংড়া পঞ্চায়েত প্রধানের পদে বসলেন কার্তিক ঈশ্বর। উপপ্রধান পদে নির্বাচিত হলেন স্ত্রী নীলিমা ঈশ্বর।

ঈশ্বর দম্পতির জয়জয়কারে উৎফুল্ল বাসিন্দারা। কার্তিকবাবু ও নীলিমাদেবীর দিকে মালা এগিয়ে দেওয়া হয়। আবির মেখে মালাবদল করেন দু’জনে। বলা বাহুল্য, চিংড়া এলাকায় পঞ্চায়েত প্রধান হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন কার্তিকবাবু। তবে নীলিমেদেবী উপপ্রধানের পদে এই প্রথমবার বসলেন। এদিন চিংড়া পঞ্চায়েতের সর্বসম্মতিক্রমে প্রধান ও উপপ্রধান নির্বাচনের পর আবীর খেলায় মাতেন প্রায় হাজার খানেক বাসিন্দা। জোড়া জয়ে নজির গড়া ঈশ্বর দম্পতিকেও রাঙিয়ে দেওয়া হয়। চিংড়া পঞ্চায়েত ছাড়াও মঙ্গলবার খানাকুলের ঘোষপুর, ধান্যগোরি, মাড়োখানা, জগৎপুর, নতিবপুর-দুই, অরুন্ডা, কিশোরপুর-দুই, পোল-দুই এবং বালিপুর গ্রাম পঞ্চায়েতেও বোর্ড গঠন হয়। 

Advertisement

[চলন্ত ট্রেনে দুর্বৃত্তদের তাণ্ডব, প্রতিবাদে সোদপুরে রেল অবরোধ যাত্রীদের]

উল্লেখ্য, পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে বিভিন্ন জেলায় মাত্রা ছাড়া রাজনৈতিক অশান্তি চলছে। কোথাও খুনখারাপি তো কোথাও বোমাবাজি। কোনও দল আবার সদস্য সংখ্যা বাড়াতে বিরুদ্ধ দলের নেতাকে অপহরণ করছে। এরমধ্যে টাকা দিয়ে ঘোড়া কেনাবেচার অভিযোগও উঠেছে। আমডাঙায় বোমাবাজির পাশাপাশি হিংসার ছেড়ে তিনজনের মৃত্যুর ঘটনাও ঘটে। মৃতদের মধ্যে দু’জন তৃণমূল ও একজন সিপিএম নেতা। আমডাঙা কাণ্ডের মূল অভিযুক্ত জাকির বুল্লুককে রাজস্থান থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হয়েছে। বারাসত আদালতে  ধৃতের বিচারপ্রক্রিয়া দ্রুত শুরু হবে বলে খবর।

[ইট বহন থেকে গা টেপানো, খুদে পড়ুয়াদের দিয়ে সবই করাচ্ছেন স্কুল শিক্ষকরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement