Advertisement
Advertisement

Breaking News

অন্তঃসত্ত্বা স্ত্রীকে চলন্ত ট্রেন থেকে ঠেলে ফেলে দিল যুবক

আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন যুবতী৷ পলাতক অভিযুক্ত৷

Husband pushes pregnant wife from running train in Malda
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 28, 2016 3:20 pm
  • Updated:December 28, 2016 3:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলন্ত ট্রেন থেকে অন্তঃসত্ত্বা স্ত্রীকে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে৷ ঘটনাটি ঘটেছে মালদার রতুয়া এলাকায়৷ আহত বধূকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক৷ ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত স্বামী৷

বধূর পরিবার সূত্রে জানা গিয়েছে৷ বিয়ের আগেই অভিযুক্ত যুবকের সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল তাঁর৷ যার ফলে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তিনি৷ এই কারণেই ধরে বেঁধে যুবকের সঙ্গে বিয়ে দেওয়া হয় তাঁর৷ তবে বিয়ের পর থেকেই বাপের বাড়িতে ছিলেন দুই মাসের অন্তঃসত্ত্বা যুবতী৷

Advertisement

অভিযোগ, বিবাহিত হওয়া সত্বেও অভিযুক্তের অন্য জায়গায় বিয়ে ঠিক করে ফেলেছিল তার পরিবার৷ এই নিয়ে দুই পক্ষের মধ্যে ঝামেলা চলছিল৷ জানা গিয়েছে, বুধবার বিহারের কাটিহারে এক আত্মীয়ের বাড়ি নিয়ে যাওয়ার নাম করে স্ত্রীকে নিয়ে বের হয় যুবক৷ এরপর সামসি স্টেশনের কাছে চলন্ত ট্রেন থেকে তাঁকে ঠেলে ফেলে দেয়৷ ট্রেন যাত্রী, স্থানীয় বাসিন্দা ও রেলকর্মীদের উদ্যোগে যুবতীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ডানহাতটি বাদ চলে গিয়েছে তাঁর৷ বাঁ হাত ও মাথাতেও গুরুতর চোট রয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement