Advertisement
Advertisement
Husband of TMC panchayat leader allegedly murdered in Malda

রাতভর নিখোঁজ, বাড়িতে মুক্তিপণ চেয়ে ফোন, তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামীর দেহ উদ্ধার

তাঁকে কুপিয়ে খুন করা হয়েছে বলেই অভিযোগ।

Husband of TMC panchayat leader allegedly murdered in Malda । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:September 13, 2023 4:33 pm
  • Updated:September 13, 2023 7:13 pm  

বাবুল হক, মালদহ: রাতভর নিখোঁজ। বাড়িতে মুক্তিপণ চেয়ে ফোন। আর তার কয়েক ঘণ্টার মধ্যেই বাড়ির অদূরে বাঁশবাগান থেকে উদ্ধার রক্তাক্ত দেহ। তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামীর দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। তাঁকে কুপিয়ে খুন করা হয়েছে বলেই অভিযোগ।

নিহত সাদেক আলি, মালদহের রতুয়া থানার শ্রীপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যা আনোয়ারা বিবির স্বামী। তাঁর পরিবারের লোকজনের দাবি, মঙ্গলবার রাত ১০টা নাগাদ চায়ের দোকান থেকে নিখোঁজ হয়ে যান। এরপর গভীর রাতে এক লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে তাঁর ছেলের নম্বরে ফোন আসে। তারপর থেকে ওই নম্বরটি সুইচড অফ হয়ে যায়। বৃহস্পতিবার সকালেও ওই অজানা নম্বর থেকে ফোন আসে। ফোন পেয়েই পুলিশের দ্বারস্থ হন নিহতের পরিবারের সদস্যরা। শুরু হয় খোঁজাখুজি। অনেক খুঁজেও তাঁকে পাওয়া যায়নি।

Advertisement

[আরও পড়ুন: টেমসের মতো গঙ্গার পাড় সাজাবে রাজ্য, জলে নামবে দূষণহীন আধুনিক জলযান]

এরপর বুধবার দুপুরে বাড়ির অদূরে চাতর এলাকার বাঁশবাগানে সাদেক আলির রক্তাক্ত মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। এলাকায় হইচই পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রতুয়া থানার পুলিশ। রক্তাক্ত দেহ উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তে পাঠানো হয়। শুরু হয় তদন্ত। পরিবারের লোকজনের দাবি, রাজনৈতিকভাবে লড়তে না পেরে বিরোধীরা খুন করেছে সাদেককে। এই ঘটনায় যুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন মৃতের পরিজনেরা।
দেখুন ভিডিও:

[আরও পড়ুন: সাইকেলে চেপেই হজ যাত্রা, বয়সকে হার মানিয়ে চমকে দিলেন মুর্শিদাবাদের প্রৌঢ়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement