জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: স্ত্রী তৃণমূল কাউন্সিলর। আর সেই ক্ষমতাকে কাজে লাগিয়ে সহকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ। কাঠগড়ায় বনগাঁর ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের শিক্ষিক স্বামী। অশান্তির জেরে বনগাঁর কুমুদিনী উচ্চবালিকা বিদ্যালয়ের প্রাথমিক বিভাগে বন্ধ পঠনপাঠন। ক্ষুব্ধ অভিভাবকরা।
অভিযুক্ত অমিতাভ দাস, বনগাঁর কুমুদিনী উচ্চবালিকা বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের শিক্ষক। তিনি বনগাঁ পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের স্বামী। অমিতাভ দাসের বিরুদ্ধে অভিযোগ, ওই শিক্ষক প্রায় প্রতিদিনই অন্যান্য শিক্ষিকাদের হুমকি দেন। দূরে কোথাও বদলি এমনকী প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। বৃহস্পতিবার সকালে অশান্তি আরও বিরাটাকার নেয়। সোমা সরকার নামে এক শিক্ষিকার অভিযোগ, স্কুলে প্রার্থনা শেষের পরই অমিতাভবাবু তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন। কার্যত হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। তাতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন ওই শিক্ষিকা। তিনি বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেন।
এই ঘটনার পর অভিযুক্ত শিক্ষক ভরতি হাসপাতালে। তাঁর বিরুদ্ধে ওঠা এই অভিযোগ অস্বীকার করেন অমিতাভ দাস। তাঁর দাবি, স্ত্রী তৃণমূল কাউন্সিলর হওয়ায় ইচ্ছাকৃতভাবে তাঁর নামে কুৎসা রটানো হচ্ছে। স্বামীর বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে তাঁর কিছু জানা নেই বলেই দাবি তৃণমূল কাউন্সিলরের।
পালটা তাঁর স্বামীর উপরে মানসিক নির্যাতনের অভিযোগে সরব তৃণমূল কাউন্সিলরের। বনগাঁ থানার পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি। তবে তৃণমূল কাউন্সিলরের শিক্ষক স্বামীর আচরণকে হাতিয়ার করে সমালোচনায় সরব স্থানীয় বিজেপি নেতা। তবে শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে অশান্তিতে স্কুলের পঠনপাঠন ব্যাহত হওয়ায় ক্ষুব্ধ অভিভাবকরা।
দেখুন ভিডিও:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.