প্রতীকী ছবি
অংশুপ্রতীম পাল, খড়গপুর: ফের রাজ্যে শুটআউট। ভোটের মুখে খড়গপুরে চলল গুলি। দুষ্কৃতীরা শূন্যে গুলি চালায় বলে খবর। তবে মারধরে গুরুতর জখম খড়গপুরের ১৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামী। জখম অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কে বা কারা গুলি চালাল, কারাই বা হামলা চালাল, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
রঞ্জিত সাকরে নামে জখম ওই ব্যক্তি খড়গপুরের ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অঞ্জনা সাকরের স্বামী। মেয়েকে স্কুল দিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। খড়গপুরের নিউ সেটেলমেন্ট অফিসের কাছে জগন্নাথ মন্দিরের সামনে বিপত্তি। অভিযোগ, তাঁর পথ আটকায় কয়েকজন দুষ্কৃতী। কিছু বুঝে ওঠার আগে হকি স্টিক-সহ বিভিন্ন ভারী জিনিসপত্র দিয়ে তাঁকে বেধড়ক মারধর করা হয়। গুরুতর জখম অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন রঞ্জিত। এর পর শূন্যে গুলি চালায় দুষ্কৃতীরা। এলাকা ছাড়ে তারা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। রঞ্জিতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা চলছে তাঁর। রঞ্জিতের দাবি, তাঁর বাঁ পা লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করেছিল দুষ্কৃতীরা। তবে লক্ষ্যভ্রষ্ট হওয়ায় গুলিবিদ্ধ হওয়ার হাত থেকে রক্ষা পান তিনি। নইলে বড় বিপদ ঘটতে পারত বলেই অনুমান। ব্যবসায়িক বিবাদে গুলি নাকি এই ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। কে বা কারা হামলা চালাল, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.