Advertisement
Advertisement
Siliguri

স্ত্রীকে খুন করে দেহ লোপাট! ১৮ দিন পর গ্রেপ্তার স্বামী

পুনর্নির্মাণ করে দেহ উদ্ধার করে পুলিশ।

Husband arrested for allegedly killing wife in Siliguri | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:December 4, 2023 5:50 pm
  • Updated:December 4, 2023 5:50 pm  

তারক চক্রবর্তী, শিলিগুড়ি: স্ত্রীকে খুন করে দেহ লোপাট স্বামীর। অভিযোগ, ১৮ দিন আগে স্ত্রীকে খুন করে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছিলেন। তবে শেষরক্ষা হল না। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বাগডোগরা থানার পুলিশ। সোমবার ঘটনার পুনর্নির্মাণ করে দেহ উদ্ধার করল পুলিশ।

জানা গিয়েছে, অভিযুক্তর নাম মহাদেব বিশ্বাস, পুটিমারীর বাসিন্দা। অভিযোগ, গত ১৪ নভেম্বর ওই ব্যক্তি তাঁর স্ত্রী রিনা বিশ্বাসকে শ্বাসরোধ করে হত্যা করে। তরাই এলাকায় বালাসন নদীর ধারে একটি জঙ্গলে ফেলে রাখে দেহটি। তার পর থেকে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছিলেন মহাদেব। এদিকে বোন রিনার খোঁজ না পেয়ে তাঁর দিদি প্রভাতী বিশ্বাস হন্যে হয়ে খোঁজাখুঁজি শুরু করেন তাঁর দিদি। বোনের স্বামীকে জিজ্ঞাসাবাদ শুরু করেন তিনি। তাতেই সামনে আসে প্রকৃত তথ্য। অসংলগ্ন কথাবার্তা বলতে শুরু করেন অভিযুক্ত।

Advertisement

[আরও পড়ুন: বরকর্তা ফিরহাদ হাকিম, ভাইপোর বিয়েতে ‘সম্প্রীতি’র বার্তা মুখ্যমন্ত্রীর]

প্রভাতীদেবী শনিবার রাতেই বাগডোগরা থানায় মহাদেবের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান। তদন্তে নেমে মহাদেব বিশ্বাসকে গ্রেপ্তার করে পুলিশ। শুরু হয় জেরা। দীর্ঘ জেরার মুখে ভেঙে পড়েন মহাদেব। জানান, সন্দেহের বশেই তিনি তাঁর স্ত্রীকে হত্যা করেছেন। লোপাট করাতে নির্জন জায়গায় ফেলে এসেছিলেন দেহটি। গত ১৪ তারিখের ঘটনা হওয়ায় মৃতদেহ ইতিমধ্যেই কঙ্কালে রূপান্তরিত হয়েছে। পুলিশ মৃতের শরীরের হাড়গুলি সংগ্রহ করেছে। মৃতের পোশাক দেখে দিদি প্রভাতী বিশ্বাস শনাক্ত করেন। তদন্তে নেমেছে পুলিশ।

[আরও পড়ুন: ইন্ডিয়া জোটের বৈঠকে আমন্ত্রণ পায়নি তৃণমূল! জানালেন অভিষেক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement