Advertisement
Advertisement

Breaking News

Malda

মালদহে জেলবন্দি দুষ্কৃতীর বাড়ির সামনে উদ্ধার ২০ লক্ষ টাকার জাল নোট, তদন্তে পুলিশ

বিপুল পরিমাণ জাল নোট কে বা কারা মজুত করেছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Huge quantity of fake notes recovered in Malda

উদ্ধার হওয়া জাল নোট। নিজস্ব চিত্র

Published by: Subhankar Patra
  • Posted:January 8, 2025 12:37 pm
  • Updated:January 8, 2025 1:34 pm  

বাবুল হক, মালদহ: মালদহে ফের উদ্ধার বিপুল অঙ্কের জাল নোট। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল মালদহের বৈষ্ণবনগর থানার কুম্ভীরা ফাঁড়ির পুলিশ। মোট ২০ লক্ষ টাকার জাল নোট উদ্ধার করলেন আধিকারিকরা। জেলবন্দি কুখ্যাত দুষ্কৃতী রুবেল শেখের বাড়ির সামনে থেকে এই জাল নোটগুলি উদ্ধার হয়। বিপুল পরিমাণ জাল নোট কে বা কারা মজুত করেছিল, কী উদ্দেশ্য ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

মঙ্গলবার রাতে কুম্ভীরা ফাঁড়ির পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে রুবেলের বাড়ির সামনে জাল নোট মজুত করা হচ্ছে। সেই খবর পাওয়ার পরই কুম্ভীরা অঞ্চলের খোসালপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে উদ্ধার হয় মোট ২০ লক্ষ টাকার জাল নোট। যার মধ্যে রয়েছে পাঁচশো ও দুশো টাকার নোট। ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

প্রশ্ন উঠছে, তাহলে কি জেলেই বসে নতুন কোনও ছক কষেছিল রুবেল? নোটগুলি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? এলই বা কোথা থেকে, উঠছে একের পর এক প্রশ্ন। ডিসেম্বর মাসের শেষের দিকে মালদহের এক যুবককে ৯৫ হাজার টাকার জাল নোট-সহ দিল্লি থেকে গ্রেপ্তার করা হয়। তার থেকে ৫০০ টাকার ১৯০টি জাল নোট বাজেয়াপ্ত করে পুলিশ। এবার আরও বেশি জাল নোট উদ্ধার হল। এখানেই প্রশ্ন নতুন করে কি কোনও চক্র মাথা তুলছে? ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement