সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেকারত্ব বিরোধী দিবসে ডিওয়াইএফআইয়ের উত্তরকন্যা অভিযান ঘিরে তুলকালাম! তিন বাতি মোড়ে ডিওয়াইএফআইয়ের কর্মী-সমর্থক ও পুলিশের মধ্যে খণ্ডযুদ্ধের পরিস্থিতি। মিনাক্ষীরা রাস্তায় বসে পড়েন। অবরুদ্ধ হয়ে পড়ে রাস্তা। জল কামান ও কাঁদানে গ্যাস চালায় পুলিশ। চরম বিশৃঙ্খলা এলাকায়।
বেকারদের চাকরি-সহ যুব সম্প্রদায়ের ভবিষ্যৎ সুরক্ষিত করার একাধিক দাবি নিয়ে উত্তরবঙ্গের প্রশাসনিক ভবন উত্তরকন্যা অভিযান করে মিনাক্ষী মুখোপাধ্যায় ও কলতান দাশগুপ্তরা। এই অভিযানের আগে একাধিক রাস্তা ব্যারিকেড দিয়ে ঘিরে রাখে পুলিশ। একটি ব্যারিকেড ভেঙে তিন বাতি মোড়ের দিকে এগিয়ে যায় বামেদের যুব সংগঠনের মিছিল। সেখানেই পুলিশের সঙ্গে ‘খণ্ডযুদ্ধ’ বাধে তাঁদের। পুলিশের তরফে বারবার ঘোষণা করা হয় আগে যাওয়া যাবে না। ব্যারিকেডে বাধা পেয়ে রাস্তায় বসে পড়েন মিনাক্ষীরা। এশিয়ান হাইওয়ে এক প্রকার অবরুদ্ধ হয়ে পড়ে। প্রথম ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়া মিনাক্ষী হুমকি দেন, “একজন পুলিশকে আমরা দশজন মিলে দেখে নিতে পারি।”
মিনাক্ষীরা দাবি করেন, তারা শান্তিপূর্ণ মিছিল করছেন। ডেপুটেশন দিয়ে চলে আসবেন। পুলিশ সে দাবি নসাৎ করে দাবি করেছে, শুরু থেকেই আক্রমণ করেছে বাম যুব সংগঠন। রাস্তায় বসে পড়তেই পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও জলকামান চালায়। শেষ পর্যন্ত মীনাক্ষী-সহ অনেককে আটক করে পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.