Advertisement
Advertisement
TMC

তৃণমূল নেতার বিছানায় থরে থরে রাখা টাকা! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

টাকার বিনিময়ে প্রধানের পদ বিক্রির অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে।

Huge cash recovered from TMC leader residence in Maldah | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:August 10, 2023 12:53 pm
  • Updated:August 10, 2023 1:01 pm  

বাবুল হক, মালদহ: তৃণমূল নেতার বিছানায় থরে থরে রাখা টাকা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও ঘিরে শোরগোল মালদহে। অভিযোগ, প্রধান পদ বিক্রি করে ওই টাকা পেয়েছেন তৃণমূল নেতা হাজি মীরাজুল বসনি। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।

জেলায় জেলায় চলছে পঞ্চায়েতের বোর্ড গঠন। বোর্ড গঠনেও টাকার খেলা চলছে বলে অভিযোগ করছে বিরোধীরা। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তৃণমূল নেতার টাকা গোনার একটি ভিডিও। সেখানে দেখাচ্ছে, বিছানায় বসে ২ জন। বিছানার উপর রাখা বেশ কয়েকটি পাঁচশো টাকার নোটের বান্ডিল। একজন টাকা গুনছেন, একজন নিচ্ছেন। তৃণমূলের একাংশের দাবি, ভিডিওতে যাকে দেখাচ্ছে টাকা নিতে তিনি গয়েশবাড়ির অঞ্চল সভাপতি হাজি মীরাজুল বসনি।

Advertisement

[আরও পড়ুন: CPM থেকে আসা দিলীপ-সুকান্ত ঘনিষ্ঠ নেতারা কোণঠাসা, পূর্ব মেদিনীপুরে বিজেপি শুধু শুভেন্দুময়!]

অভিযোগ, মীরাজুল বসনি টাকার বিনিময়ে প্রধানের পদ বিক্রি করা করছেন! স্থানীয়দের দাবি, প্রধানের পদের দাবিদার ছিলেন মোট ৫ জন। তাঁদের থেকে মোটা টাকা নেওয়া হয়েছে। যদিও এই অভিযোগ সম্পর্কে মুখ খোলেননি অভিযুক্ত। এ বিষয়ে স্থানীয় এক তৃণমূল নেতা বলেন, ধরনের কোনও অভিযোগ এখনও তাঁর কাছে যায়নি। বলেন, এই ধরনের কোনও অভিযোগ আসেনি। অভিযোগ এলে তা খতিয়ে দেখা হবে। যদি এমন কোনও ঘটনা ঘটে থাকে, তাহলে যাঁর বিরুদ্ধে অভিযোগ, তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

[আরও পড়ুন: খড়গ্রাম খুনে অভিযুক্তের বাড়িতে হামলা উত্তেজিত জনতার, গ্রেপ্তার সিভিক ভলান্টিয়ার-সহ ৪]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement