Advertisement
Advertisement
Murshidabad

রাস্তায় বাঁক নিতেই সব শেষ, উচ্চ মাধ্যমিক দিয়ে ফেরার পথে বাইক থেকে ছিটকে মৃত্যু পড়ুয়ার

আরেকটি দুর্ঘটনায় আরও ২ জনের মৃত্যু।

HS student died in an accident in Murshidabad | Sangbad Pratidin

প্রতীকী ছবি

Published by: Paramita Paul
  • Posted:February 27, 2024 4:57 pm
  • Updated:February 27, 2024 4:57 pm  

শাহজাদ হোসেন ও অতুলচন্দ্র নাগ: উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে ফেরার পথে প্রাণ গেল পড়ুয়ার। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কায়। জানা গিয়েছে, পরীক্ষা শেষে তিন বন্ধু একই বাইকে চেপে বাড়ি ফিরছিল। রাস্তার বাঁকে চালবোঝাই ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে বাইক থেকে ছিটকে যায় ওই পড়ুয়া। ভ্যানের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় তার। এই ঘটনায় এলাকা শোকের ছায়া।

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, মৃত পড়ুয়ার নাম নাফিল শেখ। নিউ ফরাক্কা উচ্চ মাধ্যমিক হাই স্কুলের পড়ুয়া। বাড়ি বেওয়া গ্রাম পঞ্চায়েতের ঘোরাই পাড়ায়। তাঁর পরীক্ষা কেন্দ্র ছিল অর্জুনপুর উচ্চ মাধ্যমিক হাই স্কুল। এদিন ইতিহাস পরীক্ষা দিয়ে দুই বন্ধুর সঙ্গে বাইকে চেপে ফিরছিল নাফিল।

Advertisement

[আরও পড়ুন: প্রয়াত দেশের প্রবীণতম সাংসদ, ভুগছিলেন বয়সজনিত অসুখে

দুপুরে ফরাক্কার অর্জুনপুর গ্রাম পঞ্চায়েতের কান্তর মোড়ে দুর্ঘটনার কবলে পড়ে বাইকটি। বল্লারপুর থেকে চালবোঝাই মোটরচালিত ভ্যানটি আসছিল। রাস্তার বাঁকে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে বাইকের পিছনে বসা নাফিল ছিটকে পড়ে। ভ্য়ানের চাকায় পিষ্ট হয় সে। তড়িঘড়ি উদ্ধার করে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।

অন্যদিকে মঙ্গলবার দুপুরে মুর্শিদাবাদের জলঙ্গির হুকোহারার কাছে জলঙ্গি সেখপাড়া পিডব্লুডি’র সড়কে বাইকের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহীর মৃত্যু হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতদের নাম গিয়াসউদ্দিন মন্ডল(৪৫) তার বাড়ি হরিহরপাড়ার মন্ডলপাড়ায়। তিনি জলঙ্গি সেখপাড়া পিডব্লুডি’র রাস্তায় যে সংস্কারের কাজ হচ্ছে তার ম্যানেজার। অন্যজন রাসিদুল ইসলাম (২১), তার বাড়ি সাগরপাড়ার খয়রামারীতে বাড়ি। ওই ঘটনায় তিন জন গুরুতর জখম আছে। তাদের নাম যথাক্রমে উজ্জ্বল শেখ (২৭) বাড়ি জলঙ্গির ফকিরাবাদে। আফজাল শেখ (২৪) বাড়ি সাগরপাড়ার খয়রামারীতে। তারাও ওই পিডব্লুডি রাস্তার কর্মচারী। অন্যজন বীরেন্দ্র খারগে (৩৮)। তাঁর বাড়ি মধ্যপ্রদেশে।

[আরও পড়ুন: মধ্যবিত্তের পাশে থাকার বার্তা, ন্যূনতম সরকারি হস্তক্ষেপের দাবি মোদির]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement