Advertisement
Advertisement
Howrah

উচ্চ মাধ্যমিক ছাত্রীর রহস্যমৃত্যু, নিজের বাড়ি থেকেই উদ্ধার দেহ

কেন তরুণীর এই পরিণতি হল?

HS Student body recovered from home in Howrah

প্রতীকী ছবি

Published by: Paramita Paul
  • Posted:February 1, 2025 6:41 pm
  • Updated:February 1, 2025 6:41 pm  

অরিজিৎ গুপ্ত, হাওড়া: রহস্যজনকভাবে মৃত্যু হল এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর। কোচিং থেকে পড়ে দুপুরে বাড়ি ফেরার পর তাঁর ঘর থেকে পড়ুয়াকে অচৈতন্য অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণের মধ্যে তাঁর মৃত্যু হয়।

মৃতার নাম কুসুমিতা চৌধুরী। বয়স ১৮ বছর। শনিবার দুপুরে ঘর থেকে ওই তরুণীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে কিছুক্ষণ চিকিৎসার পর তাঁর মৃত্যু হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, নিজের ঘরে সিলিং ফ্যান থেকে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন ওই তরুণী। তবে দুপুর সাড়ে ১২টা নাগাদ জগাছা থানায় খবর আসার পর জগাছার জিআইপি কলোনির গুপ্তপাড়ায় ওই তরুণীর বাড়ি গিয়ে পুলিশ দেখে দোতলা বাড়ির একতলার একটি ঘরে তরুণী অচৈতন্য অবস্থায় শুয়ে আছেন।

Advertisement

তদন্তকারীদের অনুমান, পুলিশ তরুণীর বাড়িতে পৌঁছনোর আগেই তাঁর পরিবারের সদস্যরা ঝুলন্ত দেহটি নামিয়ে ফেলে। কিন্তু কেন তরুণীর এই পরিণতি হল? তরুণীর পরিবারের সদস্যরা এ ব্যাপারে কেউ মুখ খুলতে চাননি। ফলে রহস্য আরও ঘনীভূত হয়েছে। জগাছা থানা একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। তরুণীর পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করছে পুলিশ। এ বছরই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল তরুণীর। কিন্তু যদি সে আত্মহত্যাই করে থাকে তাহলে কেন? কারণ জানার চেষ্টা করছে পুলিশ। মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ আছে কি না তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement