দীপঙ্কর মণ্ডল: ২০২২ সালের উচ্চমাধ্যমিকের (Higher Secondary 2022) ফলপ্রকাশিত হয়েছে। পাশের হার ৮৮.৪৪ শতাংশ। এক থেকে দশম স্থানে থাকা ছাত্রছাত্রীদের নাম ও স্কুল-সহ মেধাতালিকা প্রকাশ করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এই তালিকায় স্থান করে নিয়েছে মোট ২৭২ জন। এদের মধ্যে ছাত্রদের সংখ্যা বেশি – ১৪৪। মেধাতালিকায় থাকা ছাত্রদের সংখ্যা ১২৮। সকলের প্রাপ্ত নম্বর ৯৫ শতাংশের বেশি। প্রথম স্থানাধিকারী এক ছাত্রী। কোচবিহারের (Cooch Behar) দিনহাটা শনিদেবী জৈন হাই স্কুলের অদিশা দেবশর্মা। ৯৯.৬ শতাংশ নম্বর পেয়েছে সে।
এ বছর উচ্চমাধ্যমিকের সংক্ষিপ্ত মেধাতালিকা (Merit List):
কাটোয়ার (Katwa) কাশীরামদাস বিদ্যায়তনের ছাত্র অভীক দাস উচ্চমাধ্যমিকে (Higher Secondary) যুগ্মভাবে তৃতীয় হয়েছে। তার প্রাপ্ত নম্বর ৪৯৬। ২০২০ সালের মাধ্যমিকে যুগ্মভাবে দ্বিতীয় স্থান দখল করেছিল অভীক। কাটোয়া পুর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের মাস্টার পাড়ার বাসিন্দা শিবানন্দ দাস ও মানসী দাসের একমাত্র সন্তান অভীক। বাবা শিবানন্দ দাস কাটোয়ার মূলগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আর মা মানসীদেবী গৃহবধূ। এই ফলাফলে উচ্ছ্বসিত অভীক ও তার পরিবার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.