Advertisement
Advertisement

Breaking News

আজ শুরু উচ্চ মাধ্যমিক, প্রশ্ন ফাঁস এড়াতে বিশেষ ব্যবস্থা সংসদের

পরীক্ষার্থী, শিক্ষক-অশিক্ষক কর্মী কেউই পরীক্ষার কেন্দ্রে মোবাইল ব্যবহার করতে পারবেন না৷

HS exam starts from today

ছবি: প্রতীকী

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 15, 2017 3:13 am
  • Updated:March 15, 2017 3:13 am  

স্টাফ রিপোর্টার: কঠোর প্রশাসনিক নিরাপত্তায় আজ রাজ্যে শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা৷  এবার পরীক্ষার্থী রয়েছে প্রায় ৮ লক্ষ৷ ছাত্রদের তুলনায় প্রায় ৩৪ হাজার ৫০০ জন বেশি ছাত্রী পরীক্ষা দিচ্ছে এবার৷ আজ থেকেই শুরু একাদশ শ্রেণির পরীক্ষাও৷ একাদশ-দ্বাদশ মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ১৬ লক্ষ৷

[ঘটনার সময় দেশে ছিলেন না, পুলিশকে জেরায় অ্যাপোলোর প্রাক্তন সিইও রূপালি বসু]

Advertisement

দুই পরীক্ষা চলাকালীন আইনশৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে যে কোনও অপ্রীতিকর পরিস্থিতির মোকাবিলায় তৎপর রয়েছে প্রশাসন৷ প্রশ্ন ফাঁস এড়াতে এবার নয়া প্রযুক্তির ব্যবহার করতে চলেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ৷ এক্ষেত্রে প্রশ্নপত্রের প্যাকেটে থাকা ‘কোড’ মারফত চলবে কড়া নজরদারি৷ পরীক্ষার্থী, শিক্ষক-অশিক্ষক কর্মী কেউই পরীক্ষার কেন্দ্রে মোবাইল ব্যবহার করতে পারবেন না৷ শুধুমাত্র পরীক্ষা কেন্দ্রের সুপারভাইজাররা সংসদের সঙ্গে যোগাযোগের স্বার্থে মোবাইল ব্যবহার করতে পারবেন৷

৭২টির মতো স্পর্শকাতর পরীক্ষাকেন্দ্র রয়েছে এই বছর৷ নকল সরবরাহ, টোকাটুকি রুখতে ওই পরীক্ষাকেন্দ্রগুলিতে সিসিটিভি বসানো হচ্ছে৷ স্কুল ভাঙচুরের মতো ঘটনা কোনওভাবেই বরদাস্ত করা হবে না৷ এমন কোনও অভিযোগ এলে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেই জানিয়েছে সংসদ ৷

[৯ ঘণ্টা পর উদ্ধার মেডিক্যাল কলেজ থেকে চুরি যাওয়া শিশু]

পরীক্ষার সময়ে বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে সিইএসসি কর্তৃপক্ষ৷ পরীক্ষা চলাকালীন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখা হবে বলে জানা গিয়েছে৷ সিইএসসি-র পক্ষ থেকে জানানো হয়েছে, ৮টি এমারজেন্সি জেনারেটিং ইউনিট চালু রাখা হয়েছে, যাতে প্রয়োজনে পরিস্থিতি আয়ত্তে আনা যায়৷ সিইএসসি এলাকায় ২০০টি ওয়্যারলেস ভ্যান দিনরাত ঘুরছে৷ বিশেষ নজরদারি চলছে পরীক্ষা কেন্দ্রগুলির ওপর৷ সিইএসসি-র দু’টি কল সেণ্টার ১৯১২ এবং ৪৪০৩ ছাড়াও দুটি হেল্পলাইন নম্বর হল ৯৮৩১০৭৯৬৬৬, ৯৮৩১০৮৩৭০০৷ এই দুটি হেল্পলাইন ২৯ এপ্রিল সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত চালু থাকবে৷

[চিকিৎসার নামে ব্যবসা চলবে না, ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement