Advertisement
Advertisement

Breaking News

ইচ্ছেমতো বসতে দেওয়া হয়নি, মালদহে বিক্ষোভ উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের

এই ঘটনার পর শিক্ষকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন৷

HS Candidates make problem
Published by: Bishakha Pal
  • Posted:March 5, 2019 8:20 pm
  • Updated:March 5, 2019 8:20 pm  

বাবুল হক, মালদহ: পরীক্ষা হলে নিজেদের ইচ্ছামতো জায়গায় বসতে দিতে হবে৷ এই দাবিতে মঙ্গলবার পরীক্ষা শেষে উত্তেজনা ছড়ায় পুরাতন মালদহের সাহাপুর উচ্চবিদ্যালয়ে। পরীক্ষার্থীদের একাংশের দাপটে আতঙ্কিত হয়ে পড়েন শিক্ষকরা৷ পরীক্ষার্থীরা পুলিশের সঙ্গেও ধস্তাধস্তি করে বলেও অভিযোগ৷ মালদহ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পুরাতন মালদহের বিডিও জয়িতা খাটুয়া৷

জানা গিয়েছে, এদিন ছিল উচ্চমাধ্যমিকের অংক ও ইতিহাস পরীক্ষা৷ সাহাপুর উচ্চবিদ্যালয়ে সিট পড়েছে স্থানীয় ওসমানিয়া হাই মাদ্রাসার পরীক্ষার্থীদের৷ এই মাদ্রাসা থেকে পরীক্ষা দিচ্ছে বহিরাগত কিছু ছাত্রও৷ স্কুলের শিক্ষক প্রদীপ বিশ্বাস বলেন, “এই পরীক্ষার্থীরা নিজেদের ইচ্ছামতো পরীক্ষার হলে বসতে চাইছিল৷ কিন্তু তাদের দাবি মানা হয়নি৷ এনিয়েই ক্ষোভে ফুঁসতে থাকে তারা৷ পরীক্ষা শেষ হওয়ার পর তারা শিক্ষকদের উপর হামলা চালানোর চেষ্টা করে৷”  পুলিশকর্মীরা কোনওরকমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন৷ এই ঘটনার পর শিক্ষকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন৷

Advertisement

বাঘ সংরক্ষণের বার্তা দিতে বাইকে চেপে বিশ্বভ্রমণে বাঙালি দম্পতি ]

ঘটনাস্থলে উপস্থিত জেলা প্রশাসনের এক আধিকারিক স্বরাজবন্ধু ঘোষ বলেন, “এদিন সাহাপুর উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থীরা কিছু অন্যায় আবদার করে৷ স্কুল কর্তৃপক্ষ তাদের আবদার মানতে রাজি হয়নি৷ এনিয়ে স্কুলে খানিকটা উত্তেজনা দেখা দিয়েছিল৷ তবে তা বড় আকার নেয়নি৷ তবে এই ঘটনা পরবর্তী পরীক্ষায় কোনও প্রভাব পড়বে না৷”

‘আমি যেমন কিছু দেব, তেমন কিছু নেব’, কর্মিসভায় বললেন অনুব্রত ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement