ভাঙল বন্দেভারতের পেন্টোগ্রাফ। নিজস্ব চিত্র
সুব্রত বিশ্বাস: এবার পেন্টোগ্রাফ ভেঙে বিপত্তির মুখে পড়ল হাওড়া-রাঁচি বন্দেভারত এক্সপ্রেস। শুক্রবার হাওড়া ছেড়ে যাওয়ার পরই বাঙালবাবু ব্রিজের নিচে এই ঘটনা ঘটে। এজন্য দুপুর আড়াইটে থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ট্রেনটি আটকে ছিল সেখানে। বন্দেভারত আটকে পড়ায় দক্ষিণ পূর্ব রেলের আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল পুরোপুরি বিঘ্নিত হয়।
দীর্ঘক্ষণ বিভিন্ন স্টেশনে আটকে থাকে হাওড়া-খড়গপুর শাখার লোকাল ট্রেন। হাওড়া থেকেও মুম্বই মেল-সহ একাধিক লোকাল সময়ে ছাড়তে পারেনি। কী কারণে ট্রেন চলাচল বিঘ্নিতে তা অনেক স্টেশনেই ঘোষণা না করায় যাত্রীরা প্রকৃত কারণ জানাতে পারেননি। ফলে ট্রেন না আসায় অনেক স্টেশনেই বিক্ষোভ দেখান তাঁরা।
দক্ষিণ পূর্ব রেল জানিয়েছে, ট্রেনটি হাওড়া ছাড়ার পরই তার পেন্টোগ্রাফ ভেঙে যায়। তারে জড়িয়ে তা ছিঁড়ে পড়ে। হাওড়া কারসেডের আগে ইয়ার্ড এলাকায় এই বিপত্তিতে আটকে পড়ে দক্ষিণ পূর্ব রেলের আপ ও ডাউন ট্রেন। টাওয়ার ভ্যান গিয়ে কাজ শুরু করলেও বড় ধরনের গোলযোগ সারাতে বেশ সময় লাগে। ওভারহেডের তার ও পেন্টোগ্রাফ মেরামতের পর পাঁচটা নাগাদ ট্রেনটি ফের গন্তব্যের দিকে রওনা দেয়। এদিকে এসএসওয়ান ক্যাটাগরির এই ট্রেনে খুব বেশি দিন চালু হয়নি। ফলে এই বিপত্তি হওয়ার কথা নয় বলে জানিয়েছেন রেলের কর্তারা। তা সত্বেও এই ধরণের ট্রেনে বিপত্তি দেখা দেওয়ায় চিন্তিত তারা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.