Advertisement
Advertisement

Breaking News

Vande Bharat Express

যান্ত্রিক ত্রুটির জের, পুজোর মুখে বাতিল হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস

পরিবর্তে একই সময়ে বিকল্প যুবার রেকে ট্রেন চালানো হয়।

Howrah-NJP Vande Bharat Express cancel for technical issue । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:October 16, 2023 9:45 am
  • Updated:October 16, 2023 10:06 am  

সুব্রত বিশ্বাস: যান্ত্রিক ত্রুটির জের। পুজোর মুখে ফের বাতিল হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। পরিবর্তে একই সময়ে বিকল্প যুবার রেকে ট্রেন চালানো হয়। তবে বন্দে ভারত এক্সপ্রেসে চড়তে না পারায় হতাশ বহু যাত্রী।

পূর্ব রেলের তরফে জানানো হয়, বন্দে ভারতের চাকায় সমস্যা দেখা দিয়েছে। তার ফলে সোমবার সেটির যাত্রা স্থগিত রাখা হয়েছে। পরিবর্তে একই সময়ে বিকল্প ট্রেন চলে যুবার রেকে। বন্দে ভারতের মতোই স্টপেজ ওই ট্রেনটিতে। তবে কৌলিন্য এক না হওয়ায় ভাড়া কিছুটা ফেরত পাবেন যাত্রীরা।

Advertisement

[আরও পড়ুন: ছুরি মেরে স্ত্রীকে খুনের পর আত্মঘাতী স্বামী, হাড়হিম হত্যাকাণ্ড হরিদেবপুরে!]

টাকা ফেরত পাবেন ঠিকই, তবে বন্দে ভারতে চড়তে না পারার আক্ষেপ রয়েছে বহু যাত্রীর। সেমি হাইস্পিড ট্রেনে বারবার যান্ত্রিক গোলযোগের ঘটনায় স্বাভাবিকভাবেই রেলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। রেল বন্দে ভারত এক্সপ্রেসের পরিষেবার ক্ষেত্রেও যথেষ্ট উদাসীন বলেই মত রেল কর্তৃপক্ষের।

[আরও পড়ুন: ‘চ‌্যাম্পিয়নের মতোই দেখাচ্ছে রোহিতদের’, পাক বধের পর অকপটে জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement