সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথা রাখলেন মুখ্যমন্ত্রী। রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় ফেরার দু’মাসের মধ্যেই পড়ুয়াদের জন্য চালু হয়ে গেল স্টুডেন্ট ক্রেডিট কার্ড (Student Credit Card)। যার বিনিময়ে উচ্চশিক্ষার জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাবেন পড়ুয়ারা। শুধুমাত্র স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানের খরচই নয়, ঋণ মিলবে প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিংয়ের জন্যও। কিন্তু পড়ুয়ারা কীভাবে আবেদন জানাবেন এই কার্ডের জন্য? রইল তার খুঁটিনাটি।
বুধবারের সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবেদনের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছেন। অনলাইনেই জানাতে হবে আবেদন। প্রয়োজনে টোল ফ্রি নম্বরে ফোন করলেও মিলবে সাহায্য। তবে শুধুমাত্র অনলাইনেই আবেদন জানানো যাবে বলে স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সাবধান থাকতে বলেছেন জালিয়াতদের থেকেও।
কোথায় আবেদন জানানো যাবে?
আবেদন করতে কী কী নথি লাগবে?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.