সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বরাবর দলীয় শৃঙ্খলা মেনে চলতেই দেখা গিয়েছে তাঁকে। একদা আরএসএস-এর শিষ্য দিলীপ ঘোষের জীবনে শৃঙ্খলার গুরুত্বই আলাদা। কিন্তু বুধবার, দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের পরপরই তিনি যা করলেন, তাতে দল বেশ ক্ষুব্ধ। বুধবার বিকেলেই রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সস্ত্রীক চলে গেলেন মন্দিরে! পুজো দিয়ে মন্দির ঘুরে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎও করলেন দিলীপ ঘোষ, রিঙ্কু মজুমদার। তারপরই বিজেপির তরফে একের পর এক নেতা প্রতিক্রিয়া দিতে শুরু করেছেন। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ। তবে সাংসদ সৌমিত্র খাঁ নিজের ক্ষোভ চেপে রাখতে পারলেন না। ফেসবুক পোস্টে দিলীপ ঘোষকে ‘বাংলা বিজেপির লজ্জা’ বলে কার্যত তুলোধোনা করলেন।
এদিন একদিকে দিঘায় যখন জগন্নাথধামের উদ্বোধন, তখন কাঁথিতে হিন্দু সনাতনী মহাসম্মেলনের আয়োজন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সম্মেলনে নাকি আমন্ত্রণ পাননি দিলীপ ঘোষ। যদিও দিলীপ ঘোষ আগেই জানিয়েছিল, উদ্বোধনের পর দিঘার মন্দিরে যাওয়ার ইচ্ছে আছে তাঁর। এও জানিয়েছিলেন, জগন্নাথদেবকে নিয়ে রাজনীতির কিছু নেই। সেইমতো বুধবার বিকেলে তিনি সস্ত্রীক পৌঁছে যান দিঘায়। মন্দির লাগোয়া অতিথিশালায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বসে খানিক গল্পও করেন। এনিয়ে শুভেন্দুকে প্রশ্ন করা হলে তাঁর সটান জবাব, ”আমি শুধু হিন্দু ধর্ম নিয়ে কথা বলব। অন্য কিছু নিয়ে নয়। কে কোথায় গিয়েছে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমি কিছু বলতে পারব না।” রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারও বিষয়টি এড়িয়ে গিয়েছেন। তাঁর মন্তব্য, ”শুনেছি ওঁকে আলাদাভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। ওঁর স্ত্রীকেও আমন্ত্রণ করা হয়েছে। তাই ওঁরা গিয়েছেন। এটা তো ওঁদের ব্যক্তিগত ব্যাপার।”
তবে দিলীপের দিঘা সফর ও জগন্নাথ দর্শন নিয়ে সৌমিত্র খাঁ-র পোস্টে রীতিমতো ক্ষোভের সুর। তিনি লিখেছেন, ”একজন ত্যাগী থেকে কীভাবে ভোগী হয়ে উঠতে হয়, তার আদর্শ নিদর্শন আপনি দিলীপবাবু। বাবুল সুপ্রিয় থেকে মুকুল রায়, এদের তাড়িয়ে আজ আপনি নিজেই তাদের পথ অনুসরণ করেছেন। কতটা নির্লজ্জ হলে এমন ‘আদর্শবান পুরুষ’ হওয়া যায়, তা চিন্তার বিষয়! বাংলার বিজেপির লজ্জা আপনি।” এ থেকেই স্পষ্ট, দিলীপ ঘোষের দিঘা যাওয়া, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করা – এসব মোটেই ভালোভাবে গ্রহণ করছে না বঙ্গ বিজেপি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.