Advertisement
Advertisement

Breaking News

Jagannath idol

কীভাবে দিঘার সমুদ্রে এল জগন্নাথ মূর্তি? ২৪ ঘণ্টা পেরনোর আগেই রহস্যভেদ

ব্যাপারটা কী?

How did the Jagannath idol washed ashore at Digha? Mystery solved within 24 hours
Published by: Tiyasha Sarkar
  • Posted:April 21, 2025 5:44 pm
  • Updated:April 21, 2025 5:44 pm  

রঞ্জন মহাপাত্র, কাঁথি: মন্দির উদ্বোধনের আগে দিঘার সমুদ্রে জগন্নাথ মূর্তি ভেসে আসার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল। প্রশ্ন উঠছিল, কোথা থেকে এল এই মূর্তি? প্রকাশ্যে এল সেই তথ্য। বিস্তারিত জানালেন পূর্ব মেদিনীপুরের বাসিন্দা কল্পনা জানা।

বিষয়টা ঠিক কী? পূ্র্ব মেদিনীপুরের বাসিন্দা কল্পনা জানা। তিনি জানালেন, বছর খানেক এলাকার কয়েকজন খুদে নাকি সমুদ্রে স্নানে গিয়েছিল। তারাই নাকি স্নানের ফাঁকে পেয়েছিল মূর্তিটি। সঙ্গে করে সেটি তারা নিয়ে যায়। কল্পনাদেবীর বাড়িতে রয়েছে বহু পুরনো দুর্গা মন্দির। জগন্নাথ প্রতিমাটি নাকি কল্পনাদেবীর মন্দিরে রেখে যায় খুদেরা। এরপর থেকেই কল্পনা জানার বাড়িতে শুরু হয় জগন্নাথ আরাধনা। ওই বধূ জানান, বছর পেরনোর আগেই জগন্নাথ মূর্তিতে একাধিক ত্রুটি দেখা দেয়। হাতের একটা অংশ ভেঙে যায়। তাতে আতঙ্কিত হয়ে পড়ে গোটা পরিবার। এরপরই ধর্মগুরুকে গোটা বিষয়টা জানান তিনি।

Advertisement

কল্পনাদেবী জানান, ওই ধর্মগুরুই জানিয়েছিলেন যে দুর্গাদেবীর সঙ্গে পাশাপাশি জগন্নাথদেব থাকেন না। সেই কারণেই মূর্তিটিতে সমস্যা দেখা দিচ্ছে। এরপর আচার্যের নির্দেশ মেনেই নাকি রবিবার দুপুরে দিঘার সমুদ্রে জগন্নাথ মূর্তিটি ভাসিয়ে দিয়ে আসেন কল্পনাদেবীরা। বাড়ি ফিরে কয়েকঘণ্টা পর টিভি খুলতেই সেই প্রতিমা দেখতে পান। এরপরই গোটা বিষয়টা জানান তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement