Advertisement
Advertisement

গৃহবধূকে ধর্ষণের দায়ে আরামবাগে ধৃত দেওর, গ্রেপ্তার মদতদাতা স্বামী

শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ গৃহবধূর৷

housewife rape by Brother-In-Law, husband arrested in Arambagh
Published by: Kumaresh Halder
  • Posted:August 18, 2018 8:03 pm
  • Updated:August 9, 2021 5:09 pm  

দিব্যেন্দু মজুমদার, হুগলি: আরামবাগে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শুক্রবার রাতে তাঁরই দেওরকে গ্রেপ্তার করল আরামবাগ থানার পুলিশ৷ ধর্ষণে ইন্ধন জোগানোর অভিযোগে গৃহবধূর স্বামীকেও গ্রেপ্তার করেছে পুলিশ৷ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানার পিয়ারাডাঙা গ্রামে৷

[আগুনের গ্রাসে গিয়েছে সর্বস্ব, পথের ধারে প্রতিমা গড়ে চলেছেন বালুরঘাটের উত্তম]

গৃহবধূর বাপের বাড়ি হুগলির গোঘাটের বেলডিহা গ্রামে৷ পাঁচ বছর আগে ওই গৃহবধূর সঙ্গে পিয়ারাডাঙার টোটন পানের বিয়ে হয়৷ বিয়ের সাত মাসের মাথায় তাঁর দেওর অরবিন্দ পান বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে৷ এই ঘটনার কথা গৃহবধূ তাঁর স্বামীকে জানান৷ উলটে স্বামী তাঁকে হুমকি দেয় বলে অভিযোগ৷ বিষয়টি বাইরের কাউকে বললে তাঁকে প্রাণে মেরে ফেলা হবে বলেও হুমকি দেয় স্বামী৷ অভিযোগ, এরপর থেকেই তার স্বামী, দেওর, শ্বশুর, শাশুড়ি-সহ শ্বশুরবাড়ির অন্যান্যরা তাঁর উপর মানসিক ও শারীরিক নির্যাতন শুরু করে।

Advertisement

[নাবালিকাকে কাজের টোপ দিয়ে গণধর্ষণ, পুলিশের জালে তিন অভিযুক্ত]

শ্বশুরবাড়ির লোকজন মাস চারেক আগে ওই গৃহবধূকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়৷ এরপর সে গোঘাটে বাপের বাড়িতে চলে যান৷ বৃহস্পতিবার রাতে গৃহবধূ আরামবাগ মহিলা থানায় তাঁর দেওরের বিরুদ্ধে ধর্ষণ ও স্বামীর বিরুদ্ধে ধর্ষণে মদত দেওয়া এবং শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ দায়ের করেন৷ অভিযোগের পরিপ্রেক্ষিতে শনিবার রাতে পশ্চিম মেদিনীপুরের পিয়ারাডাঙা গ্রামে শ্বশুরবাড়িতে হানা দেয় পুলিশ৷ গৃহবধূর স্বামী ও দেওরকে গ্রেপ্তার করে পুলিশ৷ পরে ধৃতদের আজ আদালতে পেশ করে পুলিশ৷ ধৃতদের জেরা করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ ইতিমধ্যেই নির্যাতিতা ওই গৃহবধূকে মেডিক্যাল টেস্টেরও ব্যবস্থা করা হয়েছে বলে জানা গিয়েছে৷ গৃহবধূকে ধর্ষণের মতো গুরুতর অভিযোগ পেয়েও কেন চুপ ছিলেন স্বামী? কেনই বা ওই বধূকে নির্যাতন চালাতেন শ্বশুরবাড়ির পরিবারের সদস্যরা? তা খতিয়ে দেখার কাজ শুরু করেছে পুলিশ৷

[পাহাড়ের আগুন নেভাবে ক্লক টাওয়ার, তৈরি ১২ হাজার লিটারের জলাধার]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement