Advertisement
Advertisement

Breaking News

কুপ্রস্তাবে ফিরিয়ে দেওয়ায় গৃহবধূর বাড়িতে ঢুকে তাণ্ডব প্রতিবেশী যুবকের

পলাতক অভিযুক্ত৷

Housewife molested in Birbhum
Published by: Kumaresh Halder
  • Posted:August 20, 2018 7:16 pm
  • Updated:August 20, 2018 7:16 pm  

নন্দন দত্ত, সিউড়ি: কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূর বাড়িতে ঢুকে তাণ্ডব চালানোর অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে৷ গৃহবধূকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হলেন শ্বশুর৷ মাথায় গুরুতর আঘাত নিয়ে ওই বৃদ্ধকে রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয়েছে৷ অভিযুক্ত যুবকের বিরুদ্ধে নলহাটি থানায় গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছে নির্যাতিতার পরিবার৷

[প্রতিবেশী কাকুর লালসায় অন্তঃসত্ত্বা নাবালিকা. চাঞ্চল্য রানাঘাটে]

Advertisement

কর্মসূত্রে ভিন্ রাজ্যে থাকেন স্বামী৷ অভিযোগ, সেই সুযোগে প্রায় প্রতি রাতেই গৃহবধূকে কুপ্রস্তাব দিত পাড়ার ওই যুবক৷ যুবকের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তাণ্ডব আরও বাড়তে থাকে৷ পরে বাধ্য হয়ে শ্বশুরবাড়ির সদস্যদের বিষয়টি জানিয়ে প্রতিবাদ করেন ওই গৃহবধূ৷ অভিযোগ, প্রতিবাদ করায় বাড়িতে ঢুকে গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানি করে সে৷ বউমাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন শ্বশুরবাড়ির সদস্যরা৷ অস্ত্র ঘায়ে গুরুতর জখম অবস্থায় ওই গৃহবধূর প্রৌঢ় শ্বশুরকে রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয়৷ সোমবার সকালেই প্রতিবেশী যুবকদের বিরুদ্ধে নলহাটি থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন ওই গৃহবধূ৷ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷

[শাসকদলের ৩ নেতার বিরুদ্ধে ‘মাও কায়দা’য় পোস্টার, চাঞ্চল্য আলিপুরদুয়ারে]

বছর দু’য়েক আগে পিংকি বিত্তারের বিয়ে হয় নলহাটি থানার ভদ্রপুর এক নম্বর পঞ্চায়েতের রায়পুর গ্রামের পরেশ বিত্তারের সঙ্গে৷ গত ছ’মাস আগে পরেশ শ্রমিকের কাজ করতে মুম্বইয়ে যায়৷ তারপর থেকেই পিংকির ওপর নজর পরে প্রতিবেশী যুবকদের। সুযোগ বুঝে ছোটন লেট কুপ্রস্তাব দিত পিংকিকে৷ গৃহবধূর অভিযোগ, দু’দিন আগে সেই অত্যাচার চরমে ওঠে৷ বাধ্য হয়ে গোটা ঘটনা শাশুড়িকে জানান ওই গৃহবধূ৷ এই ঘটনার প্রতিবাদ জানিয়ে শ্বশুর বীরেন বিত্তার ছোটন লেটের বাড়িতে যান৷ কিন্তু ঘটনার পর দিন সকালে ছোটন তার সাগরেদের সঙ্গে নিয়ে গৃহবধূর বাড়িতে চড়াও হয় বলে অভিযোগ৷ গৃহবধূকে মারধরের পাশাপাশি শ্লীলতাহানি করার অভিযোগও ওঠে৷ বউমাকে বাঁচাতে গিয়ে অস্ত্র দিয়ে গৃহবধূর শ্বশুর বীরেন বিত্তারকে মাথায় আঘাত করে৷ আশঙ্কাজনক অবস্থার রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয়৷ গৃহবধূর শাশুড়ি মাধবী বিত্তার নলহাটি থানায় ছোটন সহ বাকি সাগরেদদের নামে ও অভিযোগ দায়ের করেন৷ নলহাটি থানার পুলিশ ঘটনার তদন্ত করেছে করেছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement