Advertisement
Advertisement

Breaking News

জয়নগরে রাজনৈতিক সংঘর্ষে প্রাণ হারালেন গৃহবধূ

খুনের নেপথ্যে কারা, তদন্তে পুলিশ।

housewife killed in joynagar for political violence
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 27, 2018 9:17 pm
  • Updated:April 27, 2018 9:17 pm  

দেবব্রত মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: ভোটের উত্তাপে পুড়ছে গ্রাম৷ ভোটের দিন যতই এগিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক সংঘর্ষের ঘটনা৷ কোথায় বিজেপির হাতে আক্রান্ত হচ্ছে রাজ্যের শাসকদল, কোথাও আবার শাসকদলের হুংকারে স্তব্ধ বিরোধী শিবির৷ গোটা বাংলা জুড়ে যখন ভোটের উত্তাপ বাড়ছে, ঠিক তখনই রাজনৈতিক সংঘর্ষে প্রাণ হারালেন এক গৃহবধূ৷ নিহতের নাম আসমা বিবি (৩৯)৷ ওরফে সেলিমা বিবি৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানার চালতাবেড়িয়া এলাকায়৷

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, চালতাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের ২৩৪নং বুথের তৃণমূল কংগ্রেস প্রার্থী সাইফুল লস্করের সমর্থনে এলাকায় নুরো গাজি নামে এক তৃণমূল কর্মী, নির্বাচনের প্রচার থেকে শুরু করে দেওয়াল লিখনের সব রকমের কাজ কাজকর্ম করছিলেন৷ অভিযোগ, ওই বুথের নির্দল প্রার্থী নুরোকে তৃণমূলের হয়ে কাজ না করার জন্য হুমকি দেয়৷ সেই হুমকি অগ্রাহ্য করে শুক্রবার দলীয় প্রচারে যাচ্ছিলেন ওই ব্যক্তি৷ তখন হঠাৎই আগ্নেয়াস্ত্র-সহ একদল দুষ্কৃতী নুরোর বাড়ি ঘিরে ধরে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়৷ সেই সময় নুরোর পুত্রবধূ আসমা গাজি বাড়ির বারান্দায় বসে ভাত খাচ্ছিলেন৷ দুষ্কৃতীদের গুলি লক্ষ ভ্রষ্ট হয়ে আসমার বুকের বাম দিকে লাগে৷ আশঙ্কাজনক অবস্থায় জয়নগরের নিমপীঠ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা প্রাণ মৃত বলে ঘোষণা করেন৷ এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়৷ খবর পেয়ে জয়নগর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ কী কারণে কারা এই খুন করল, তা খতিয়ে দেখছে পুলিশ৷

Advertisement

চলতি পঞ্চায়েত ভোটের উৎসবে এখনও পর্যন্ত মৃত্যু হল পাঁচ জনের৷ গত সোমবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনেও বীরভূমে মৃত্যু হয় দিলদার শেখের৷ মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে অশান্তিতে এর আগে বাঁকুড়ায় এক বিজেপি নেতার মৃত্যু হয়। খুন হন অজিত মুর্মু (৪০) নামের এক ব্যক্তি৷ এর আগেও ভোটের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পর তিনটি রাজনৈতিক মৃত্যুর খবর পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহলের একাংশ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement