সোমনাথ পাল, বনগাঁ: গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় স্বামী ও শাশুড়িকে গ্রেপ্তার করল পুলিশ৷ মৃতার নাম পিঙ্কি সরকার৷ ধৃত স্বামীর নাম শিবশংকর সরকার ও শাশুড়ি শ্রাবণী সরকার৷ তাদের গ্রেপ্তার করে গাইঘাটা থানার পুলিশ৷ সোমবার ধৃতদের তোলা হয় বনগাঁ মহকুমা আদালতে৷
[দার্জিলিংয়ে ফুটবল জ্বর, পর্যটক টানতে বিশ্বকাপের রঙে সেজেছে পাহাড়]
পাঁচ বছর আগে দুই বাড়ির মত নিয়েই বিয়ে করে শিবশংকর সরকার ও পিঙ্কি সরকার৷ বিয়ের পর তাদের একটি কন্যাসন্তানও হয়৷ তবে মৃতার বাপের বাড়ির অভিযোগ, বিয়ের পর থেকেই তাঁদের মেয়ের উপরে অত্যাচার চালাত শিবশংকর ও তার পরিবার৷ দিনের পর দিন বাড়তে থাকে মানসিক ও শারীরিক অত্যাচারের পরিমাণ৷ সহ্যের সীমা ছাড়িয়ে গেলে ৩০ মে গায়ে কেরোসিন তেল ঢেলে আত্মহত্যা করেন পিঙ্কি সরকার৷ পরিবারের আরও অভিযোগ, তাঁদের দগ্ধ মেয়েকে কোনওক্রমে বনগাঁ হাসপাতালের জরুরি বিভাগে ভরতি করে শ্বশুরবাড়ির লোকেরা৷ তারপর সেখান থেকে চম্পট দেয় তারা৷
[পরিচ্ছন্ন থাকুক সমুদ্র সৈকত, অভিনব উদ্যোগ পূর্ব মেদিনীপুর জেলার সাংবাদিকদের]
ঘটনার পরই গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় মৃতার পরিবারের পক্ষ থেকে৷ ঠিক কী কারণে অত্যাচার চালানো হত, যদিও সেই বিষয়ে স্পষ্ট করে কিছু বলতে পারেননি পিঙ্কির বাপের বাড়ির সদস্যরা৷ তবে অভিযোগপত্রে উল্লেখ করা হয় স্বামী ও শাশুড়ির অত্যাচারের বিষয়টিকে৷ এরপরই চম্পট শ্বশুরবাড়ির লোকদের খোঁজে নামে পুলিশ৷ খুব দ্রুত গ্রেপ্তার করা হয় এবং সোমবার বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হয় অভিযুক্তদের৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.