Advertisement
Advertisement
BJP

বিজেপি নেত্রীর বাড়ি লক্ষ্য করে গুলি, বোমাবাজি, দিনেদুপুরে আতঙ্কে কাঁটা নিমতাবাসী

এই ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি।

House of BJP leader attacked last night at Nimta, TMC accussed, no one arrested yet | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Sucheta Sengupta
  • Posted:January 22, 2021 6:11 pm
  • Updated:January 22, 2021 6:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটের আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক সংঘর্ষের ঘটনা বাড়ছে। বেড়ে চলেছে বিপক্ষীয় রাজনৈতিক দলের নেতানেত্রীদের উপর অতর্কিত হামলার ঘটনাও। বৃহস্পতিবার গভীর রাতে বিজেপি (BJP) নেত্রীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, গুলিচালনার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল উত্তর দমদম পৌর এলাকার নিমতা (Nimta)। রাতের পর সকালেও এলাকা থমথমে, আতঙ্ক কাটিয়ে উঠতে পারছেন না এলাকাবাসী। নিমতা থানায় অভিযোগ দায়েরের পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগ্নেয়াস্ত্রের অংশ উদ্ধার করে। এলাকাবাসীকে নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করেছে পুলিশ। তবে এখনও এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।

বৃহস্পতিবার রাতে ঘড়ির কাঁটা প্রায় দেড়টা ছুঁইছুঁই। আচমকা প্রবল শব্দে ঘুম ভেঙে যায় নিমতা থানা এলাকার পাটনা ঠাকুরতলার বাসিন্দাদের। বেশ কয়েকবার ওই বিকট শব্দ শুনে সকলে বুঝতে পারেন, পাড়ায় গুলি চলছে। ঠিক কী ঘটছে, তা দেখার জন্য রাতেই বাড়ি থেকে বেরিয়ে পড়েন স্থানীয় বিজেপি নেত্রী শম্পা কুণ্ডু। তিনি উত্তর দমদম মণ্ডলের সহ-সভাপতি। দীর্ঘদিন ধরে গেরুয়া শিবিরের সদস্য। শম্পাদেবী দেখতে পান, পাড়ার মোড়ে কেউ বা কারা শূন্যে গুলি ছুঁড়ে এলাকা সন্ত্রস্ত করার চেষ্টা করছে। গুলি চালিয়ে দুষ্কৃতীরা পালিয়ে যায়। পরে অবশ্য শম্পাদেবীর বাড়ির সামনে থেকে বোমার স্প্লিন্টারও পড়ে থাকতে দেখেন।

Advertisement

[আরও পড়ুন: টার্গেট একুশের নির্বাচন! স্বরাষ্ট্রমন্ত্রী আসার আগেই মতুয়াদের সঙ্গে বৈঠকে সৌগত-জ্যোতিপ্রিয়]

বোমা, গুলির শব্দে রাতভর এলাকাবাসী ভয়ে কাঁটা হয়ে ছিলেন। দিনের আলো ফোটার পরও সেই আতঙ্কের ভাব কাটল না। এই ঘটনায় শম্পাদেবী সরাসরি তৃণমূলের (TMC) দিকে অভিযোগ তুলে বললেন, ”আমি বিজেপি করি বলে বহুদিন ধরেই টার্গেট। এর আগেও তৃণমূল আমার উপর অকথ্য অত্যাচার চালিয়েছে। থানায় ঢুকে মারধর পর্যন্ত করেছে। পুলিশকে বলা সত্ত্বেও পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা সবাই খুব আতঙ্কে আছি।”

[আরও পড়ুন: অভিমান নিয়ে তৃণমূলেই থাকবেন? জল্পনার জট খুললেন না ডায়মন্ড হারবারের বিধায়ক]

তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই শম্পাদেবীর বাড়ি এবং পাড়ায় বোমাবাজি, গুলি চালিয়েছে বলে অভিযোগ তাঁর। তবে তারা কারা, সে বিষয়ে কোনও ধারণা করতে পারছেন না বিজেপি নেত্রী। এদিন সকালে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি খতিয়ে দেখলেও, এখনও গ্রেপ্তারির কোনও খবর নেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement