সুমন করাতি, হুগলি: হাসপাতালের গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ। তুমুল উত্তেজনা হুগলির (Hooghly) গোঘাটের উত্তর বলরামপুর এলাকায়। পুলিশের সামনেই চলল বিক্ষোভ। দীর্ঘক্ষণ পর আয়ত্তে পরিস্থিতি।
জানা গিয়েছে, মৃত রোগীর নাম ফিরোজা বেগম (২৮)। পশ্চিম মেদিনীপুর জেলার সন্ধিপুরের ইদপুরে বিয়ে হয়েছিল তাঁর। একটি মেয়ে রয়েছে বধূর। বেশকিছু দিন বাপের বাড়িতে ছিলেন ফিরোজা। রোগীর পরিবার জানায়, গতকাল রাতে ফিরোজার পেটে ব্যাথা শুরু হয়। তখন তাঁকে গোঘাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে গিয়ে বারবার ডাকা সত্বেও কেউ হাসপাতালের গেট খোলেনি বলেই অভিযোগ। দীর্ঘক্ষণ পর হাসপাতালের গেট খোলা হলেও ডাক্তার আসেন অনেক পরে। এরপর হাসপাতালেই মৃত্যু হয় রোগীর। এরপরেই ক্ষোভে ফেটে পড়ে রোগীর পরিবার ও এলাকার বাসিন্দারা। তাঁরা হাসপাতালে ব্যাপক বিক্ষোভ দেখাতে শুরু করে।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যেতে চাইলে বাধা দেওয়া হয় পুলিশকে। হাসপাতালে বিক্ষোভের ফলে উত্তেজনা ছড়ায় এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, “রাতে যখন রোগীকে আনা হয়,তখন অবস্থায় খারাপ ছিল। তবে কোনও গাফিলতির অভিযোগ আসেনি,যদি সেরকম অভিযোগ আসে তবে ঘটনার অবশ্যই তদন্ত হবে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.