ফাইল চিত্র
সুমন করাতি, হুগলি: তৃণমূল করায় গৃহবধূর উপর অত্যাচারের অভিযোগ। মারধর এমনকী তাঁর শ্লীলতাহানিরও অভিযোগ উঠল তিনজনের বিরুদ্ধে। কাঠগড়ায় বিজেপির স্থানীয় নেতা-কর্মীরা। ভোটের মুখে হুগলির পুরশুড়ার চিলাডিঙি এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য।
বধূর পরিবারের লোকজনের দাবি, বৃহস্পতিবার স্থানীয় বাসিন্দা শুভজিৎ মালিক, প্রসেনজিৎ মালিক ও হরেকৃষ্ণ মালিক-সহ বেশ কয়েকজন বাড়িতে চড়াও হয়। ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতে জোর করা হয়। তার প্রতিবাদ করলে কপালে জোটে মারধর। রাস্তায় ফেলে বধূর স্বামীকে মারধর করা হয় বলেও অভিযোগ। বধূকেও অকথ্যভাবে অত্যাচার করা হয় বলেও অভিযোগ। তাঁর কাপড় ছিঁড়ে দেওয়া হয় বলেও অভিযোগ।
অভিযুক্তরা সকলেই বিজেপির স্থানীয় নেতা ও কর্মী বলেই দাবি নিগৃহীতা ও তাঁর পরিবারের লোকজনের। নিগৃহীতার দাবি, “আমরা তৃণমূল করি। আর ওরা বিজেপি করে। ওখানে আমরাই একা তৃণমূল করি। তাই এই রাগে ওরা প্রায়শই এভাবে অত্যাচার করে।”
ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও গেরুয়া শিবির অভিযোগ অস্বীকার করেছে। দাবি, “এই ধরনের কোনও ঘটনাই ঘটেনি। তৃণমূল চক্রান্ত করে ফাঁসাচ্ছে। ছোট ছোট ছেলেদের মধ্যে অশান্তি হয়েছে। আর সেখানে রাজনৈতিক রং লাগানো হয়েছে।” ওই গৃহবধূ ও তাঁর স্বামী থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ তিন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.