Advertisement
Advertisement
Hooghly's Mountaineer Debashish Majumdar

অসুস্থ মায়ের আশীর্বাদ নিয়ে পাহাড়ে পাড়ি, ব্রহ্ম জয় করে বাড়ি ফিরলেন চুঁচুড়ার দেবাশিস

জীবনের ঝুঁকি নিয়ে শৃঙ্গ জয়ের পরেও উচ্ছ্বাস নেই এলাকায়, হতাশ দেবাশিস।

Hooghly's Mountaineer Debashish Majumdar returns home after reaching Brahma 1 mountain peak । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:July 29, 2023 2:12 pm
  • Updated:July 29, 2023 2:12 pm

সুমন করাতি, হুগলি: বাড়িতে অসুস্থ মা। সন্তানের দায়িত্ব পালনে এতটুকু খামতি রাখেননি তিনি। তবে পাহাড়ের হাতছানি যে এড়াতে পারেন না তিনি। তাই তো অসুস্থ মায়ের আশীর্বাদ নিয়ে শৃঙ্গ জয়ের আশায় ব্রহ্ম ১’র উদ্দেশে রওনা দিয়েছিলেন। শৃঙ্গ জয়ের পরই মায়ের কাছে ফিরলেন হুগলির চুঁচুড়ার দেবাশিস মজুমদার।

কাশ্মীরের বিপজ্জনক শৃঙ্গ ব্রহ্মা ১। গত ৪৪ বছরে ওই শৃঙ্গে পা রাখেননি কেউ। কাটল সেই খরা। প্রবল প্রতিকূলতাকে উপেক্ষা করে ৬ হাজার ৪১৬ মিটার উচ্চতাবিশিষ্ট ব্রহ্মা ১-এ পাড়ি দেন ভারতীয় অভিযাত্রীরা। সোনারপুরের আরোহী অভিযাত্রী দলের ১২ জন সদস্যের মধ্যে ছিলেন চুঁচুড়ার দেবাশিস। অবশেষে মিলল সাফল্য। ব্রহ্ম ১ জয় করলেন তিনি। তবে এই প্রথমবার নয়। এর আগেও হিমাচলের ইন্দ্রাসন ও দেওটিব্বা শৃঙ্গ জয় করেন দেবাশিস।

Advertisement

[আরও পড়ুন: ভারতের মাটিতেই এবার ওয়ানডে বিশ্বকাপের মহারণ, জেনে নিন কবে থেকে মিলবে টিকিট]

দেবাশিসের মামা রতন সাহা মিষ্টিমুখ করান ভাগ্নেকে। ঘরে ফিরেই অসুস্থ মাকে প্রণাম করেন। নেন আশীর্বাদ। ছেলের সাফল্যে বাকরুদ্ধ মা রীনা মজুমদার। প্রায় নিষ্পলক দৃষ্টিতে পর্বতজয়ী ছেলের দিকে তাকিয়ে থাকেন বেশ কিছুক্ষণ। দেবাশিসের আক্ষেপ, ব্রহ্ম ১ জয়ের পর কাশ্মীরের কিস্তওয়ারের জেলাশাসক তাঁদের সম্মান জানান। তবে নিজের এলাকায় সেই উচ্ছ্বাস নেই।
দেখুন ভিডিও:

[আরও পড়ুন: ‘মমতার নির্দেশে গুন্ডামি তৃণমূলের’, কলকাতায় পা রেখেই ভোট হিংসা নিয়ে তোপ অনুরাগের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement