Advertisement
Advertisement

হিন্দমোটরে মনুয়াকাণ্ডের ছায়া, প্রেমিকের যোগসাজশে স্বামীকে খুন মহিলার

দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷

Hooghly: Woman colludes with lover, murders husband
Published by: Sayani Sen
  • Posted:September 15, 2018 1:31 pm
  • Updated:September 15, 2018 3:29 pm  

দিব্যেন্দু মজুমদার, হুগলি: হৃদয়পুরের পর এবার মনুয়াকাণ্ডের ছায়া হুগলির হিন্দমোটরে৷ প্রেমিকের যোগসাজশে স্বামীকে খুন করার অভিযোগ উঠল গৃহবধূর বিরুদ্ধে৷ এই ঘটনায় এখনও পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷

[সোনা পাচারকাণ্ডে সিআইডির জালে পুলিশকর্তা ও সেনা আধিকারিক]

গণেশ পুজো উপলক্ষে জমজমাট ছিল হিন্দমোটরের বিবি স্ট্রিট৷ অনুষ্ঠান শেষে শুক্রবার রাতে বাড়িতে ঘুমোচ্ছিলেন নির্মাণ ব্যবসায়ী সুবোধ হাজরা৷ গৌরীর প্রেমিক বিজয় সিং রাতে সুবোধের বাড়িতে আসে৷  অভিযোগ, ঘুমন্ত অবস্থায় স্ত্রী গৌরীর সঙ্গে হাত লাগিয়েই গলার নলি কেটে খুন করে সুবোধকে৷ দোলতলায় রেস্তরাঁয় নিরাপত্তারক্ষীর কাজ করে বিজয়৷ খুনের পর সুবোধের বাড়িতেই পোশাক পরিবর্তন করে, সে আবারও রেস্তরাঁয় ফিরে যায়৷ এরপর শনিবার সকালে ওই যুবকের স্ত্রী গৌরী দাবি করে, সুবোধকে কেউ খুন করেছে৷ স্ত্রীর চিৎকারেই জড়ো হয়ে যান প্রতিবেশীরা৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হিন্দমোটর থানার পুলিশ৷ পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়৷ পুলিশের তরফে জানানো হয়েছে, প্রথমে ভারী কিছু দিয়ে মাথা থেঁতলে দেওয়া হয় সুবোধের৷ পরে মৃত্যু নিশ্চিত করতে গলার নলিও কাটা হয়৷ ঘটনাস্থল থেকে নমুনাও সংগ্রহ করেন ফরেন্সিক দলের আধিকারিকরা৷

Advertisement

[ডাইনি অপবাদে বধূকে চুলের মুঠি ধরে মার, ভয়ে সপরিবারে আত্মীয়ের বাড়িতে আশ্রয়]

গৌরীর সঙ্গে সুবোধ হাজরার বিয়ে হয় বহুদিন আগেই৷ দুজনের একটি মেয়েও রয়েছে৷ প্রতিবেশীদের দাবি, বছর দুয়েক আগে বিজয়ের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হয় গৌরীর৷ মাঝে একবার সুবোধ নিজের চোখে স্ত্রীর সঙ্গে বিজয়কে অসংলগ্ন অবস্থায় দেখতে পান৷ তারপরই দু’জনের  দাম্পত্য সম্পর্কের অবনতি তৈরি হয়৷ এই নিয়ে দু’জনের মধ্যে অশান্তি চলত নিত্যদিন৷ মাঝে একবার বিজয়ের সঙ্গে সম্পর্ক রাখবে না বলেও, মুচলেকা লিখে জানায় গৌরী৷ বিবাহ বহির্ভূত সম্পর্কের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছিলেন সুবোধ৷ পথের কাঁটা সরাতেই বিজয়কে সঙ্গে নিয়ে গৌরী তার স্বামীকে খুন করেছে বলেই অভিযোগ প্রতিবেশীদের৷ 

[কর্মক্ষেত্রে ‘মানসিক নির্যাতন’, আত্মঘাতী রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সার্ভিস ম্যানেজার]

হিন্দমোটর থানায় পুলিশ ঘটনার তদন্তে নামে৷ প্রতিবেশীদের অভিযোগের ভিত্তিতে পুলিশ গৌরী ও বিজয়কে প্রথমে আটক করে৷ বেশ কয়েকঘণ্টা জিজ্ঞাসাবাদের পর অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ৷ শনিবার সকালে স্থানীয় আরও দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ৷ ওই দু’জন গৌরী ও বিজয়ের বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানত বলেই দাবি স্থানীয়দের৷ সুবোধকে খুনের কথা স্বীকার করেছে ধৃত বিজয়৷ তবে খুনের কথা অস্বীকার করেছে গৌরী৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement