দিব্যেন্দু মজুমদার, হুগলি: ব্যাংক থেকে ঋণ নিয়ে টোটো কিনেও চালাতে পারছিলেন না। অভিযোগ, এলাকার অন্য টোটো চালকরাই বাধা দিচ্ছিলেন। কিছুদিন অপেক্ষা করার পরামর্শ দিয়েছিলেন স্থানীয় কাউন্সিলর। কিন্তু, সেই পরামর্শ না শুনে ফের টোটো চালাতে গিয়েই ঘটল বিপত্তি। অন্য টোটো চালকের হাতে মার খেয়ে শেষপর্যন্ত আত্মহত্যা করলেন এক যুবক। ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে হুগলির উত্তরপাড়ায়। বেশ কয়েকটি টোটোতে ভাঙচুল চালান স্থানীয় বাসিন্ধারা। পথ অবরোধ করেন বিজেপির কর্মী-সমর্থকরা।
[মালদহে প্রাক্তন সেনাকর্মীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতি, দুষ্কৃতীদের কোপে জখম ২]
আত্মঘাতী যুবকের নাম শ্যামবাবু সিং। বাড়ি উত্তরপাড়ায় মাতলা ভাগাড় মোড় এলাকায়। মা ও বৃদ্ধা মাকে নিয়ে অভাবের সংসার। দিন কয়েক আগে ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে একটি টোটো কিনেছিলেন শ্যামবাবু। পরিবারের লোকেদের অভিযোগ, শনিবার যখন ওই যুবক টোটোটি নিয়ে বেরিয়েছিলেন, তখন তাঁকে টোটো চালাতে বাধা দেন অন্য টোটো চালকরা। এরপরই স্থানীয় কাউন্সিলরের দ্বারস্থ হন শ্যামবাবু। কাউন্সিলর কয়েক দিন অপেক্ষা করতে বলেছিলেন। টোটো চালকদের ইউনিয়নের সঙ্গে কথা বলে সমস্যা মেটে দেওয়ার আশ্বাসও দিয়েছিলেন। কিন্তু, আর অপেক্ষা করতে রাজি ছিলেন না ওই যুবক। রবিবার ফের টোটো নিয়ে বেরিয়ে পড়েন তিনি। অভিযোগে, এবার শুধু বাধা দেওয়া নয়, শ্যামবাবু সিং-কে বেধড়ক মারধর করেন অন্য টোটো চালকরা। সন্ধ্যায় বাড়ি ফিরে অপমানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। ঘটনার কথা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। বেশ কয়েকটি টোটো ভাঙচুরও করেন তাঁরা। পরে উত্তরপাড়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
[নদিয়ার তৃণমূল উপপ্রধানের বাড়িতে দুষ্কৃতীদের হামলা, চলল বোমা ও গুলি]
সোমবার সকালেও এই ঘটনাকে কেন্দ্র করে ফের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বেশ কিছুক্ষণ উত্তরপাড়ার মাতলা ভাগাড় মোড় এলাকায় পথ অবরোধ করেন বিজেপি কর্মী-সমর্থকরা। অবরোধ শেষে, মৃতের পরিবার লোকেদের থানায় নিয়ে যাওয়া হয়। থানায় লিখিত অভিযোগও দায়ের হয়েছে।
[দুঃস্থ মেধাবীদের পাশে দাঁড়িয়ে আন্তর্জাতিক পুরস্কার বাংলার এই শিক্ষকের]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.