দিব্যেন্দু মজুমদার, হুগলি: গ্রামে স্বাধীনতা সংগ্রামীর মূর্তি বসেছে৷ কিন্তু, উদযাপন তো দূর অস্ত, জন্মদিনে তাঁর আবক্ষ মূর্তিতে মালাও দিতে দিলেন না গ্রামবাসীদের একাংশ! কারণ, জমি নিয়ে বিবাদ৷ এমনই ঘটনা ঘটেছে হুগলির গোঘাটে৷
[গরুর গাড়িতে ধাক্কা বাইকের, কেতুগ্রামে পিটিয়ে খুন যুবককে]
স্বাধীনতা সংগ্রামীর নাম বিজয়কৃষ্ণ মোদক৷ তিনি বামপন্থী আদর্শে বিশ্বাস করতেন৷ স্বাধীনতার পর যোগ দিয়েছিলেন সক্রিয় রাজনীতিতে৷ হুগলির আরামবাগের লাহাবাজারে রাজনৈতিক নেতা হিসেবেও যথেষ্ট জনপ্রিয় ছিলেন বিজয়কৃষ্ণবাবু৷ তবে রাজনৈতিক আদর্শ যাই হোক না কেন, বিজয়কৃষ্ণ মোদকের সবচেয়ে বড় পরিচয় তিনি স্বাধীনতা সংগ্রামী৷ কিন্তু, ঘটনা হল, স্বাধীন দেশে সংকীর্ণ দলীয় রাজনীতির শিকার হতে হল তাঁকেও! সিপিএমের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুলে জন্মদিনে এই স্বাধীনতা সংগ্রামীর মূর্তিতে মালা দিতে দিলেন না গ্রামবাসীদেরই একাংশ! শেষপর্যন্ত, ছবিতে মালা দিয়ে স্বাধীনতা সংগ্রামী বিজয়কৃষ্ণ মোদকের জন্মদিন পালন করলেন স্থানীয় সিপিএম কর্মী সমর্থকরা৷
ঘটনাটি ঠিক কী? হুগলির গোঘাটের লাহাবাজারে সিপিএমের পার্টির সামনে বিজয়কৃষ্ণ মোদকের আবক্ষ মূর্তি৷ তাঁর জন্মদিনে সেই মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন স্থানীয় সিপিএম কর্মী-সমর্থকরা৷ রীতিমতো মঞ্চে বেঁধে অনুষ্ঠানও হয়৷ এবার তেমনই আয়োজন করা হয়েছিল৷ কিন্তু, বাদ সাধলেন গ্রামবাসীদের একাংশ৷ স্বাধীনতা সংগ্রামীর আবক্ষ মূর্তিতে মালা দিতে দিলেন না তাঁরা৷ গ্রামবাসীদের অভিযোগ, বাম আমলে যে জমিতে ওই স্বাধীনতা সংগ্রামীর মূর্তিটি বসানো হয়, সেই জমিটি স্থানীয় গ্রাম কমিটির৷ জোর করে জমিটি দখল করেছেন সিপিএম কর্মী-সমর্থকরা৷ অতএব জন্মদিনে মালা দেওয়ার তো প্রশ্নই নেই৷ ওই জমিতে স্বাধীনতা সংগ্রামী বিজয়কৃষ্ণ মোদকের মূর্তিটি রাখাও যাবে না৷ গ্রামবাসীদের দাবি, জমি দখলের বিষয়টি মেনে নিয়েছিল স্থানীয় সিপিএম নেতৃত্ব৷ মূর্তিটি সরিয়ে ফেলার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল৷ কিন্তু, তা করা হয়নি৷ গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ে পিছু হটেছে স্থানীয় সিপিএম নেতৃত্ব৷ সিপিএমের হুগলি জেলা কমিটির সদস্য দেবকুমার চট্টোপাধ্যায় জানিয়েছেন, বিজয়কৃষ্ণ মোদকের মূর্তি নিয়ে বিতর্ক দেখা দিয়েছে৷ মূর্তিটি গ্রাম কমিটির জমিতে বসানো হয়েছে, তা খতিয়ে দেখা হবে৷ সেক্ষেত্রে মূর্তিটি ভেঙে ফেলা হবে৷ আপাতত বিতর্ক এড়াতে দলের কার্যালয়েই জন্মদিন পালন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি৷
[দিঘার সৈকতে পর্যটকদের সুরক্ষিত রাখতে আসছে নয়া অ্যাপ]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.