Advertisement
Advertisement

Breaking News

Hooghly Road Accident

সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা, তরুণীর মাথা পিষে দিল লরি, উত্তেজনা ব্যান্ডেলে

ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ।

Hooghly Road Accident: One person was crushed by a lorry early in the morning

প্রতীকী ছবি

Published by: Tiyasha Sarkar
  • Posted:June 11, 2024 10:50 am
  • Updated:June 11, 2024 2:31 pm  

সুমন করাতি, হুগলি: সাতসকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা হুগলির(Hooghly Road Accident) ব্যান্ডেলে। তরুণীর মাথা পিষে দিল দ্রুত গতিতে আসা লরি। ঘটনাস্থলেই মৃত্যু তরুণীর। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ।

জানা গিয়েছে, অন্যান্যদিনের মতোই মঙ্গলবার সকালে লোকজনে ভরা ছিল ব্যান্ডেল মোড়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গিয়েছে, ঘড়ির কাঁটায় সাড়ে আটটা নাগাদ ব্যান্ডেল মোড়ের দিক থেকে লিচু বাগানের দিকে সাইকেল নিয়ে যাচ্ছিলেন এক তরুণী। ব্যান্ডেল পাম্পের কাছে ওই তরুণীকে পিছন থেকে ধাক্কা দেয় একটি লরি। রাস্তায় ছিটকে পড়েন তরুণী। সেই সময় লরির রীতিমতো তরুণীর মাথা পিষে দিয়ে চলে যায়। স্বাভাবিকভাবেই প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।

Advertisement

[আরও পড়ুন: গিরি টপকে শিবের হাতে ১০০ দিনের বকেয়া, এবার ‘মামাজি’র দ্বারস্থ হতে হবে বাংলাকে]

লরি নিয়ে চালক পালানোর চেষ্টা করেন। এলাকার তিনজন যুবক গাড়ি নিয়ে ধাওয়া করে তাঁকে। ব্যান্ডেল লিচু বাগান মোড়ের কাছে লরিটিকে ধরে ফেলে তাঁরা। ঘটনাস্থলে যায় ব্যান্ডেল পিপির পুলিশ। লরি চালককে আটক করা হয়েছে। রক্তাক্ত অবস্থায় তরুণীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে খবর, মেয়েটির এখনও পর্যন্ত কোনও পরিচয় জানা যায়নি। মৃতার নাম-পরিচয়ের সন্ধানে পুলিশ।

[আরও পড়ুন: যত গর্জাল তত বর্ষাল না! ‘অপ্রাপ্তিতেও’ কোন মন্ত্রে বশ নীতীশ-নায়ডু]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement