দিব্যেন্দু মজুমদার, হুগলি: শুনানি চলাকালীন এজলাসে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করল বন্দি। বিষ খেয়ে ফেলায় ওই বন্দিকে তড়িঘড়ি ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বন্দির নাম মিলন মোড়ল। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে চুঁচুড়া আদালত চত্বরে।
জানা গিয়েছে, মাদক পাচারের অভিযোগে গত বছর জুন মাসে মিলন মোড়লকে গ্রেপ্তার করে ডানকুনি থানার পুলিশ। তারপর থেকে জেল হেফাজতেই রয়েছে সে। মাঝেমধ্যে শুনানি হলেও জামিনের কোনও খবর ছিল না। একারণেই অবসাদে ভুগছিল মিলন। বুধবার চুঁচুড়া স্পেশ্যাল কোর্টে মামলাটি উঠলে মিলনকে এজলাসে নিয়ে আসা হয়। অভিযোগ, সেখানেই শুনানি চলাকালীন বিষ খায় মিলন। বন্দি কিছু খেয়ে ফেলেছে বুঝতে পেরেই তৎপর হয়ে ওঠে নিরাপত্তারক্ষীরা। আদালতের মধ্যে ততক্ষণে শোরগোল পড়ে গিয়েছে। তড়িঘড়ি মিলনকে চুঁচুড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান বিষে খেয়েছে বন্দি। সেখানেই চিকিৎসাধীন রয়েছে মিলন। তবে ভরা আদালতে কী করে বন্দির হাতে বিষ গেল তা নিয়ে ধন্দে পুলিশ। এই ঘটনায় বন্দির স্ত্রীকে আটক করা হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.