Advertisement
Advertisement
Hooghly

রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে স্টোনচিপ, কাজ সেরে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু পুলিশকর্মীর

এদিকে, কলকাতায় সাউথ সিটি মলের কাছে দুর্ঘটনায় প্রাণ গেল অ্যাপ বাইক চালকের।

Hooghly: Policeman dies in a road accident
Published by: Sayani Sen
  • Posted:July 22, 2024 11:42 am
  • Updated:July 22, 2024 2:46 pm  

সুমন করাতি, হুগলি: ডিউটি সেরে বাড়ি ফেরার পথে অঘটন। দুর্ঘটনার বলি এক পুলিশকর্মী। চন্দননগর কমিশনারেটের ট্রাফিক বিভাগে কনস্টেবল পদে কর্মরত তিনি। ওই পুলিশকর্মীর মৃত্যুতে ভেঙে পড়েছেন পরিবারের সকলেই। চোখের জলে ভাসছেন সদ্য স্বজনহারারা।

মৃত বছর পঞ্চান্নর কৃষ্ণচন্দ্র মালিক। তিনি চন্দননগর কমিশনারেটের ট্রাফিক বিভাগে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। উত্তরপাড়া ট্রাফিকে তাঁর পোস্টিং ছিল। রবিবার ছিল তৃণমূলের একুশের সমাবেশ। তাই ডিউটি সেরে বাড়ি ফিরতে কিছুটা দেরি হয় তাঁর। দিল্লি রোড ধরে বাইক চালিয়ে দাদপুরে নিজের বাড়ি ফিরছিলেন। পোলবা থানার সুগন্ধার গোটু ফুটবল মাঠের কাছে রাস্তার পাশে হাইড্রেন তৈরির কাজ চলছিল।

Advertisement

[আরও পড়ুন: কুলতলির সাদ্দামের বাড়ির সুড়ঙ্গ নিয়ে ‘উদ্বিগ্ন’ রাজ্যপাল বোস, রাজ্যের রিপোর্ট তলব]

সে কারণে জড়ো করা ছিল স্টোনচিপ। জড়ো করা ওই পাথরে ধাক্কা মেরে পুলিশকর্মীর বাইক নিয়ন্ত্রণ হারায়। বাইক থেকে ছিটকে পড়েন ওই পুলিশকর্মী। তাঁকে উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তাতেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা জানান, মৃত্যু হয়েছে তাঁর। দেহ ময়নাতদন্ত পাঠানো হয়েছে। তার পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

এদিকে, রাতের কলকাতায় সাউথ সিটি মলের কাছেও প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে। ডাম্পারের সঙ্গে ধাক্কা লাগে বাইকের। ঘটনাস্থলেই প্রাণ হারান বাইক চালক। জানা গিয়েছে, নিহত ওই ব্যক্তি পেশায় অ্যাপ বাইক চালক। 

[আরও পড়ুন: RSS-এ এবার শামিল সরকারি কর্মীরাও, ‘আধিকারিকরা কি শুধু অন্তর্বাস পরবেন’, তোপ কংগ্রেসের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement