সুমন করাতি, হুগলি: রাজ্যজুড়ে তীব্র গরম। তাপপ্রবাহ চলছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। একটু বৃষ্টির জন্য চাতক পাখির মতো অপেক্ষায় সকলে। এই পরিস্থিতিতে বৃষ্টির প্রার্থনায় যজ্ঞের আয়োজন করা হল হুগলির হরিপালে।
হুগলির (Hooghly) হরিপাল বিধানসভার শ্রীপতিপুর গ্রামে রয়েছে সবুজ কালী মায়ের মন্দিরে। মঙ্গলবার সকালে বৃষ্টির কামনায় সেখানে বিশেষ পুজোর আয়োজন করা হয়। এদিন সকাল ১১ টায় শুরু হয় পুজো। চলে দুপুর ১টা পর্যন্ত। পুজোর দায়িত্বে ছিলেন পণ্ডিত শিবানন্দ পুরী। উপস্থিত ছিলেন বেশ কিছু ভক্ত ও এলাকার বাসিন্দারা।
মন্দিরের পক্ষ থেকে এই বিশ্ব শান্তিযজ্ঞের আয়োজক দেবজ্যোতি অধিকারী বলেন, “আমরা সনাতনী, আমরা ঈশ্বরের উপর নির্ভরশীল যে কোনও পরিস্থিতিতে আমরা সকলেই দেবতাকে মনে মনে ডাকি। এই দাবদাহের পরিস্থিতিতেও আমরা ভগবানের দ্বারস্থ। আমাদের মনে হয়েছে গাছ লাগানোর সঙ্গে সঙ্গে আমাদের সনাতনী মতে পুজোর আয়োজনও করা উচিত। সেই কারণেই আজকের এই আয়োজন। ঈশ্বরের কাছে আমাদের এটাই চাওয়া, “শান্তি দাও, সকল জীব যেন সুস্থ থাকে।” প্রসঙ্গত, বৃষ্টির প্রার্থনায় পুজো এই প্রথম নয়। এর আগেও বিভিন্ন এলাকায় বৃষ্টির জন্য পুজো, ব্যাঙের বিয়ের মতো ঘটনা ঘটেছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.