সুমন করাতি, হুগলি: ছিল গ্রাম! রাতারাতি বদলে হল শহর! এবার এমনই এক ঘটনার সাক্ষী হতে চলেছে গঙ্গাপাড়ের হুগলি জেলা। গ্রাম থেকে ‘শহর’ হওয়ার পথে উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের দুই গ্রাম পঞ্চায়েত। মানুষের দীর্ঘদিনের দাবি মেনে কানাইপুর গ্রাম পঞ্চায়েত এবং রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েত এবার উত্তরপাড়া পুরসভার সঙ্গে যুক্ত হওয়ার পথে।
ইতিমধ্যেই দুই পঞ্চায়েতে এসে পৌঁছেছে সরকারি প্রস্তাব। আর এই খবর পাওয়ার পরেই খুশির হাওয়া কানাইপুর এবং রঘুনাথপুর পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের মধ্যে। প্রায় সকলেই বলছেন, দীর্ঘদিন ধরে তাঁদের এলাকা পুরসভা হবে বলে শোনা যাচ্ছিল, কিন্তু অবশেষে সেটা হতে চলেছে এটা আনন্দের।
এই প্রসঙ্গে উত্তরপাড়া-কোতরং পুরসভার পুরপারিষদ সদস্য ইন্দ্রজিৎ ঘোষ জানান, ”২০২২ সালেই পুরসভার পক্ষ থেকে ভাবা হয় বিষয়টি। কারণ, কানাইপুর এবং রঘুনাথপুর পঞ্চায়েত এলাকা এই পুরসভার সংলগ্ন অঞ্চল হওয়ায় এই দুই পঞ্চায়েতকে পুরসভার সঙ্গে যুক্ত করার প্রস্তাব আনা হয়। এবার সেটা হয়ত সফল হওয়ার পথে!” কানাইপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা তৃণমূল নেতা আচ্ছেলাল যাদব বলেন, ”কানাইপুর এলাকার মানুষের দীর্ঘদিনের একটা দাবি এবার পূরণ হতে চলেছে। বালো লাগছে এটা ভেবে।” কানাইপুর পঞ্চায়েতের উপপ্রধান ভবেশ ঘোষের দাবি, ”পুরসভার সঙ্গে যুক্ত হওয়ার প্রস্তাব এসেছে। এটা ভালো উদ্যোগ। সরকার যেভাবে সব জায়গায় ব্যাপক উন্নয়ন করেছে সেখানে বাদ যায়নি কানাইপুরও। এবার যদি সরকার এই পঞ্চায়েতকেও পুরসভার সঙ্গে যুক্ত করতে চায়, সেটা খুব ভালো হবে।”
এই বিষয়ে কানাইপুর পঞ্চায়েতের তৃণমূল সদস্য নন্দদুলাল নস্কর বলেন, ”পঞ্চায়েত নির্বাচনের প্রচারে বেরিয়ে অনেকের প্রশ্নের মুখে পড়তে হয়। তাঁদের দাবি ছিল, কানাইপুর অঞ্চল পুরসভার অধীনে আসুক। অবশেষে তা হচ্ছে।” যদিও কানাইপুর পঞ্চায়েত এবং রঘুনাথপুর পঞ্চায়েত এলাকার নয়া রূপ নিয়ে তেমন আপত্তি জানাননি বিরোধী নেতারাও। শাসকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে স্থানীয় বিজেপি নেতা রাজেশ রজকের দাবি, ”সাধারণ মানুষ উন্নত পরিষেবা পাবেন সেটাই বিজেপি চায়। তাই কানাইপুর, রঘুনাথপুর পঞ্চায়েত উত্তরপাড়া পুরসভার সঙ্গে যুক্ত হলে এটার পক্ষেই থাকবে বিজেপি।” স্থানীয় সিপিএম নেতা অভিজিৎ চক্রবর্তী বলেন, ”বিষয়টা সবে জানতে পেরেছি। দলগত ভাবে এই বিষয়ে অবশ্যই আলোচনা করব।”
তবে দীর্ঘদিনের দাবি মেনে অবশেষে হুগলির কানাইপুর এবং রঘুনাথপুর পঞ্চায়েত এলাকার পুরসভার পথে এগিয়ে যাওয়াকে স্বাগতই জানিয়েছেন প্রায় সকলেই।
দেখুন ভিডিও:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.