Advertisement
Advertisement

Breaking News

Hooghly News

Hooghly News: সাতসকালে আয়কর হানা হুগলির মদ কারখানায়, কাজে এসেও ফিরলেন শ্রমিকরা

কারখানা ঘিরে রয়েছে সিআরপিএফ জওয়ানরা।

Hooghly News: Income Tax raid in liquor factory at Polba, Hooghly with CRPF
Published by: Sucheta Sengupta
  • Posted:November 21, 2023 1:07 pm
  • Updated:November 21, 2023 1:46 pm  

সুমন করাতি, হুগলি: সাতসকালে আয়কর বিভাগের হানা হুগলির (Hooghly) এক মদ কারখানায়। পোলবার মহানাদের ওই কারখানায় ৫টি গাড়ি নিয়ে মঙ্গলবার সকালে হাজির হন আয়কর বিভাগের আধিকারিকরা। সঙ্গে সিআরপিএফ (CRPF) জওয়ানরা। কারখানা ঘিরে রেখেছেন তাঁরা। ভিতরে চলে তল্লাশি। এদিন কাজে যোগ দিতে এসেও ফিরে যেতে হল শ্রমিকদের। তাঁরা জানান, ভিতরে কী হচ্ছে, জানা নেই। বলা হয়েছে, আজ কাজ বন্ধ। এই কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছিল বলে খবর। সেই সূত্রেই আজকের তল্লাশি বলে মনে করা হচ্ছে।

পোলবার (Polba) মহানাদে অ্যালপাইন ডিসটালারাইস প্রাইভেট লিমিটেড নামে মদের কারখানাটি অনেকদিনের। এখানে ‘ওল্ড মঙ্ক’ ব্র্যান্ডের সুরার বটলিং হয়। পাশাপাশি মদ তৈরির কাঁচামাল ইথানল (Ethanol) উৎপাদন করা হয় এখানে। মঙ্গলবার ভোরে এখানে আসে আয়কর বিভাগের (IT Raid)আধিকারিকরা। পাঁচটি গাড়ি, সঙ্গে সিআরপিএফ জওয়ানরা। সংস্থার সমস্ত নথিপত্র পরীক্ষা করা হচ্ছে বলে খবর।

Advertisement

[আরও পড়ুন: পাটের পর প্লাস্টিক, হাওড়ার গুদামে ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড]

অ্যালপাইন ডিসটালারাইস প্রাইভেট লিমিটেডের শ্রমিক সংখ্যা কমবেশি ৩০০। পুরুষ, মহিলারা কাজ করেন। দেবরাজ মুখোপাধ্যায় নামে এক ব্যক্তি এখানকার অন্যতম ডিরেক্টর। দিল্লির (Delhi) একটি সংস্থার হাতে এই কারখানার বেশিরভাগ শেয়ার রয়েছে। আয়কর আধিকারিকরা সেই সংক্রান্ত খবরাখবর নিয়েছেন বলে জানা গিয়েছে। এদিকে, মঙ্গলবার সকালেও নির্ধারিত সময়ে শ্রমিকরা কাজে গিয়েছিলেন। কিন্তু কারখানার ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। জানানো হয়েছে, কাজ বন্ধ থাকবে। এখানকার শ্রমিক মঞ্জু বাউল দাস জানান, তাঁরা কারখানায় সকাল ৮ টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত কাজ করেন। কিন্তু আজ কাজে গেলে নিরাপত্তারক্ষীরা তাঁদের জানান, ভিতরে কাজ হবে না। ফলে ফিরে যান তাঁরা। আয়কর তল্লাশি সম্পর্কে কিছু জানেন না।

দেখুন ভিডিও: 

[আরও পড়ুন: উচ্চ প্রাথমিকের নিয়োগে ফের ‘বাধা’, কাউন্সেলিং বন্ধের দাবিতে সুপ্রিম কোর্টে চাকরিপ্রার্থীদের একাংশ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement