সুমন করাতি, হুগলি: আর্থিক অবস্থা নেই ছেলের চিকিৎসা করানোর। তাই উপায় না পেয়ে মানসিক ভারসাম্যহীন ছেলের পায়ে লোহার শিকল পরালেন মা। মর্মান্তিক এই ঘটনার সাক্ষী হুগলির ব্যান্ডেলের পোলবা ব্লকের রাজহাট অঞ্চলের কাজিডাঙ্গা।
জানা গিয়েছে, ওই ব্যাক্তির নাম কাজল পাল। বয়স ৫০ বছর। বছর ২০ আগেও স্বাভাবিক ছিলেন কাজল। বিয়েও হয়েছিল। তাঁর একটি সন্তান হয়। ছেলের তিনবছর বয়সে কাজলের স্ত্রী সংসার ছেড়ে চলে যান। সেই থেকেই মানসিক অবসাদে ভুগতে শুরু করেন ওই ব্যক্তি। কাজলের মা জানিয়েছেন, একটু একটু করে কাজল মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। প্রথমে তাঁর চিকিৎসার চেষ্টা চালান বৃদ্ধা মা। কিন্তু অর্থের অভাবে বেশিদিন চিকিৎসা চালাতে পারেননি। গত পনেরো বছর ধরেই এই একই অবস্থা ছেলের। কয়েক বছর আগে কাজল অন্যত্র চলে গিয়েছিলেন। পাঁচ বছর আগে নিজে থেকেই ফিরে আসেন। এরপরই মা ছেলের পায়ে লোহার শিকল বেঁধেছেন।
বৃদ্ধা মা কান্না ভেজা গলায় বললেন, যদি কোনও স্বহৃদয় ব্যক্তি বা কোনও সংস্থা কাজলের চিকিৎসার ব্যবস্থা করেন, তাতে সুবিধা হয়। ছেলেটা তাতে প্রাণে বেঁচে যাবে। কেউ পাশে দাঁড়াবে কি? অপেক্ষায় কাজলের মা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.