Advertisement
Advertisement

Breaking News

পুলিশের গুলিতে মারাত্মক জখম ইনস্পেক্টর, চাঞ্চল্য ডানকুনিতে

কী কারণে ঘটনা, ধন্ধ।

Hooghly horror: Police person critically injured by police firing
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 12, 2017 5:22 am
  • Updated:August 5, 2019 3:07 pm  

দিব্যেন্দু মজুমদার, হুগলি : পাইলট কারের মধ্যে চলল গুলি। জখম হলেন এক এএসএআই। হুগলির ডানকুনির এই ঘটনায় অভিযুক্ত কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে। কী কারণে এই ঘটনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। আক্রান্ত পুলিশ অফিসারের বিপদ কেটেছে। দুই পুলিশকর্মীর বচসার জেরে এই ঘটনা বলে একটি সূত্রে দাবি করা হলেও, পুলিশ এই যুক্তি উড়িয়ে দিয়েছে।

[থানার মধ্যে গুলিবিদ্ধ সিভিক ভলেন্টিয়ার, অভিযুক্ত মহিলা পুলিশকর্মী]

মঙ্গলবার সন্ধে সাড়ে ছটা নাগাদ দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ও দিল্লি রোডের সংযোগস্থল মাইতিপাড়ায় একটি পাইলট কার দাঁড়িয়ে ছিল। গাড়ির মধ্যে ছিলেন এএসআই বিশ্বনাথ চক্রবর্তী ও কনস্টেবল শত্রুঘ্ন সিংহ। আচমকা বিকট আওয়াজ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। তারা এসে দেখেন গাড়িতে লুটিয়ে পড়েছেন বিশ্বনাথ চক্রবর্তী। দেখা যায় তাঁর কাঁধ থেকে রক্ত ঝরছে। কনস্টেবল শত্রুঘ্ন সিংহর কাছে ছিল রাইফেল। সেই রাইফেল থেকে গুলি ছিটকে এএসআইয়ের কাঁধে লাগে বলে অনুমান করেন বাসিন্দাদের একাংশ। তবে কারও মতে, দুজনের মধ্যে ঝগড়া হয়। বচসার জেরে এই ঘটনা বলে কারও সন্দেহ। তবে কীভাবে এই ঘটনা তা নিয়ে অবশ্য পুলিশ মুখ খুলতে চায়নি। শ্রীরাপুরের এসডিপিও কামনাশিস সেন জানান, এমন একটি ঘটনা ঘটেছে। এই নিয়ে তদন্ত হচ্ছে।

Advertisement

[বসিরহাট কাণ্ডে উসকানি, বিজেপি নেত্রীর বিরুদ্ধে জোড়া এফআইআর]

প্রাথমিকভাবে অভিযুক্ত কনস্টেবল শত্রুঘ্ন সিংহকে ডানকুনি থানায় আটক করে নিয়ে যাওয়া হয়। সেখানেই চলে জিজ্ঞাসাবাদ। রাতের দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ঘটনার পরই আহত এএসআই বিশ্বনাথ চক্রবর্তীকে ডানকুনির একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। তার বিপদ কেটেছে বলে জানিয়েছেন ডাক্তাররা। দুই পুলিশকর্মী হুগলি জেলা পুলিশ লাইনে রয়েছেন। কী কারণে এই ঘটনা তার জন্য বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement