Advertisement
Advertisement

হুগলিতে বিজেপি নেত্রীর শ্লীলতাহানি, কাঠগড়ায় খোদ জেলা সভাপতি

প্রধানমন্ত্রীর সঙ্গে একমঞ্চে দেখা গিয়েছে ওই নেতাকে।

Hooghly: BJP female worker accuses district president of molestation
Published by: Subhajit Mandal
  • Posted:August 3, 2018 10:00 am
  • Updated:August 3, 2018 10:00 am  

দিব্যেন্দু মজুমদার, হুগলি: হুগলিতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব এবার তীব্র আকার ধারণ করল। বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সভাপতি সুবীর নাগের বিরুদ্ধে দলেরই রাজ্য যুব মোর্চার এক মহিলা সদস্যা শ্লীলতাহানির অভিযোগ তুললেন। ওই সদস্যা চুঁচুড়া থানায় দলেরই হুগলি সাংগঠনিক জেলার সভাপতির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ১ আগস্ট বুধবার চুঁচুড়ায় বিজেপির হুগলি জেলা কার্যালয়ে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে। ওই সদস্যা জানান রাজ্য যুব মোর্চার ডাকে ১১আগষ্ট ‘চল কলকাতা’ কর্মসূচি নেওয়া হয়েছে। হুগলি জেলা পর্যবেক্ষক কৌশিক ঘোষের নির্দেশে তিনি চুঁচুড়ার দলীয় কার্যালয়ে কর্মসূচি নিয়ে একটি বৈঠকে যোগ দিতে যান। সদস্যার অভিযোগ তাঁকে দলেরই কিছু কর্মী ঢুকতে বাধা দিয়ে বলেন, সভাপতি সুবীর নাগ তাকে ঢুকতে দিতে বারণ করেছেন।

[‘ভাগীরথীতে তলিয়ে যাব না তো?’ প্রমাদ গুনছেন নদিয়ার ৭ গ্রামের বাসিন্দারা]

তিনি বিষয়টি কৌশিকবাবুকে জানালে তিনি কার্যালয়ে গিয়ে না ঢুকতে দেওয়ার কারণ জানতে চান। বাক-বিতন্ডা বচসা চলাকালীন ওই সদস্যা পুরো ঘটনার ভিডিও করেন এবং তা ফেসবুকে ছড়িয়ে দেবেন বলে সতর্ক করেন। বিজেপির ওই সদস্যার অভিযোগ সুবীর নাগ-সহ আরও বেশ কয়েকজন তাঁকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে।তাঁকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ করেন এই নেত্রী। অভিযোগকারী ওই সদস্যা আরও জানান এর আগে সোশাল মিডিয়ায় সুবীর নাগের বিরুদ্ধে মুখ খোলায় তাঁকে রীতিমতো হুমকির সম্মুখীন হতে হয়েছে। তিনি সংবাদমাধ্যমের সামনে আরও জানান, এই ঘটনার পর তাঁর কিছু হলে সম্পূর্ণ দায়ী থাকবেন হুগলি সাংগঠনিক জেলার সভাপতি সুবীর নাগ।

Advertisement

[মেয়েকে নিয়ে হাসপাতালে যাওয়ার পথে জখম গৃহবধূ, কারণ নিয়ে ধোঁয়াশা]

সুবীর নাগ অবশ্য অভিযোগ অস্বীকার করে বলেন, অভিযোগকারী বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় নেতাদের নামে কুৎসা রটাচ্ছেন। এ বিষয়ে দল থেকে তাঁকে বারবার সতর্ক করলেও সে কোনও কথা না শুনে দলবিরোধী কাজকর্ম করে যাচ্ছে। তাই তাকে দলীয় কার্যালয়ে ঢুকতে বারণ করা হয়েছে। বিষয়টি দলের উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, তারাই যা কিছু সিদ্ধান্ত নেওয়ার নেবেন।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement