ছবি: প্রতীকী
সুমন করাতি, হুগলি: শ্যালিকা ও শ্বশুরকে কুপিয়ে খুনের অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল হুগলির (Hooghly) সিঙ্গুরে। ইতিমধ্যেই পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কিন্তু কেন এই নৃশংসতা? নেপথ্যে পারিবারিক দ্বন্দ্ব নাকি অন্যকিছু? তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
মৃতদের নাম বিষ্ণুদয়াল সাউ। তাঁর মেয়ে বিনিতা সাউ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সিঙ্গুর দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের কিসমত অপূর্বপুর এলাকার বৈদ্যবাটি তারকেশ্বর রোডের বাসিন্দা বিষ্ণুদয়াল সাউ। স্ত্রী, ছোট মেয়ে বিনিতা সাউ, বিবাহিতা বড় মেয়ে ডলি মণ্ডল, জামাই পিন্টু মণ্ডল ও তাঁদের সন্তান থাকতেন ওই বাড়িতে। মঙ্গলবার সকালে রক্তাক্ত অবস্থায় বাড়ি থেকে উদ্ধার হয় বিনিতা ও বিষ্ণুদয়াল সাউ। পুলিশ খবর পেয়ে বাড়ির ভিতর থেকে তাঁদের উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশ বিষ্ণুদয়াল সাউয়ের জামাই পিন্টু মণ্ডলকে আটক করেছে। পাশাপাশি মৃতের বড় মেয়ে ও স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আদৌ ঘটনার সঙ্গে যোগ রয়েছে জামাইয়ের? নাকি নেপথ্যে অন্য কোনও কারণ, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.