Advertisement
Advertisement

হুগলিতে ব্রিজের রেলিং ভেঙে খালে পড়ল বাস, মৃত অন্তত ৫ জন

মহাসপ্তমীর সকালে ভয়াবহ দুর্ঘটনায় হরিপালে চাঞ্চল্য। দেখুন ভিডিও।

Hooghly: 20 injured after bus falls down into canal

ছবিতে দুর্ঘটনাগ্রস্ত বাসটি থেকে যাত্রীদের উদ্ধার করা হচ্ছে।

Published by: Shammi Ara Huda
  • Posted:October 16, 2018 11:07 am
  • Updated:October 16, 2018 2:04 pm  

দিব্যেন্দু মজুমদার, হুগলি: মহাসপ্তমীর সকালেই ভয়াবহ দুর্ঘটনা হুগলিতে। নিয়্ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে খালে উলটে পড়ল যাত্রীবাহী বাস। এখনও পর্যন্ত পাঁচজনের মৃত্যু  হয়েছে বলে খবর। এই ঘটনায় এখনও পর্যন্ত ২০ জন আহত হয়েছেন।  আহত যাত্রীদের উদ্ধার করে হরিপাল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সাত সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হুগলির হরিপাল থানার চাঁপাডাঙা এলাকার খাজুরিয়া ব্রিজে। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, সকাল ন’টা নাগাদ ২৬ নম্বর যাত্রীবাহী বাসটি চাঁপাডাঙার দিকে যাচ্ছিল। ফাঁকা রাস্তায় বাসের গতি ভালই ছিল। স্থানীয় ডাকাতিয়া খালের উপরে থাকা খাজুরিয়া ব্রিজের কাছে এসে গতির জেরেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বাসের চালক। আচমকাই ব্রিজের রেলিং ভেঙে যাত্রী-সহ বাসটি ডাকাতিয়া খালে পড়ে যায়। সমূহ বিপদের আশঙ্কায় বাসের ভিতরে থাকা যাত্রীরা ততক্ষণে চিৎকার শুরু করেছেন। তীব্র শব্দে স্থানীয়রাই ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান। খালের জল অল্প থাকলেও বাস উলটে পড়ায় ক্ষতির সম্ভাবনা বেশি। বাসের উপরে অংশ জলের নিচে চলে যাওয়ায় ভিতরের যাত্রীরাও অনেক বেশি আহত হয়েছেন বলে মনে করা হচ্ছে। দুর্ঘটনাগ্রস্ত বাসের জানলার কাচ ভেঙে আহত যাত্রীদের উদ্ধার করা হচ্ছে। এখনও পর্যন্ত ২০ জন যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আহতদের তড়িঘড়ি হরিপাল গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

[প্রতিমা আনার পথে বাঁশের সেতু ভেঙে গুরুতর জখম ৭ জন]

এদিকে দুর্ঘটনার পরেপরেই হরিপাল থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশকর্মীরাও স্থানীয়দের সঙ্গে উদ্ধারকার্যে হাত লাগিয়েছেন। আপাতত পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনও দুর্ঘটনাগ্রস্ত বাসটির ভিতরে কেউ আটকে আছেন কি না তার খোঁজ চলছে। ঘটনাস্থলে রয়েছে পুলিশ। আহত যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। তবে দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। আহতদের মধ্যে বাসচালকও রয়েছেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান নিয়ন্ত্রণ হারিয়ে খালে উলটে গিয়েছে বাস। পুজোর দিনে ভয়াবহ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে পথ অবরোধ স্থানীয়দের।

[বাংলাদেশি যুবককে অপহরণ, অভিযুক্ত পুলিশকর্মীর টিআই প্যারেড]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement