Advertisement
Advertisement

ফের রাজ্যে বিষ মদের বলি ৫

বিষ মদ বিক্রেতাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ৷

Hooch tragedy in West Bengal, 5 dead, 6 hospitalised
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 5, 2017 6:27 pm
  • Updated:January 5, 2017 6:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও রাজ্যে বিষ মদ খেয়ে মৃত্যু হল পাঁচ জনের৷ দক্ষিণ ২৪ পরগণার নোদাখালির এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে৷

বিষ মদে মৃত্যুর ঘটনায় পাঁচ জনের মৃত্যু হওয়ার পাশাপাশি, ছয় জনকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ঘটনাকে ঘিরে এদিন নোদাখালিতে বিক্ষোভ দেখান স্থানীয়রা৷ স্থানীয়দের দাবি, বেশ কয়েকদিন ধরেই ওই এলাকায় বিষ মদের রমরমা শুরু হয়েছিল৷ গোটা বিষয়টি নিয়ে বিস্তর জলঘোলা হওয়ার পরও পুলিশকে কোনও দৃঢ় পদক্ষেপ নিতে দেখা যায়নি বলেও অভিযোগ স্থানীয়দের৷ আর পুলিশের এই নিষ্ক্রিয়তার জন্য পাঁচ জন মানুষের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা৷

Advertisement

গোটা ঘটনায় জেরে এদিন ওই অঞ্চলে ব্যাপক হইহট্টগোল শুরু হয়৷ স্থানীয় বাসিন্দারা দোষীদের গ্রেপ্তারির দাবি করতে থাকেন ক্রমাগত৷ সূত্রের খবর, বিষ মদ বিক্রেতাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement