Advertisement
Advertisement

Breaking News

নজরে বাংলাদেশ সীমান্ত, ঠাসা কর্মসূচি নিয়ে পেট্রাপোলে শাহ

কী কী কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর?

Home Minister Amit Shah will visit Petrapole border | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:May 7, 2023 6:59 pm
  • Updated:May 7, 2023 7:01 pm  

জ্যোতি চক্রবর্তী. বনগাঁ: রাজ্যে আসছেন অমিত শাহ (Amit Shah)। শুধু কলকাতার অনুষ্ঠানে যোগ দেওয়া নয়, তিনি যাবেন পেট্রাপোল বন্দরেও। মঙ্গলবার সেখানে একাধিক শিলান্যাস কর্মসূচি ও এবং উদ্বোধন অনুষ্ঠানে তাঁর যোগ দেওয়ার কথা ৷

ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছেন,মঙ্গলবার দুপুর ১২ টায় কপ্টারে কালিয়ানী বিএসএফ ক্যাম্পে এসে নামবেন শাহ ৷ তারপরে সড়কপথে আসবেন পেট্রাপোল বন্দরে। বন্দর ঘুরে দেখার পাশাপাশি পেট্রাপোল থানার নতুন ভবনের উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ এতদিন পেট্রাপোল থানা ছিল ল্যান্ড পোর্ট অথরিটি কর্তৃপক্ষের একটি ভবনে। থানার জন্য এবার পেট্রাপোল বন্দরের যশোর রোডের পাশে নতুন করে ভবন তৈরি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ভবনটি তৈরি করে দিয়েছে ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়া।

Advertisement

[আরও পড়ুন: অভিষেকের বার্তার পরই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান বায়রন বিশ্বাস, তুঙ্গে জল্পনা]

এছাড়াও পেট্রাপোল বন্দরের দ্বিতীয় কার্গো গেট তৈরির জন্য শিলান্যাস করবেন। পেট্রাপোল বন্দরে পণ্য আমদানি রপ্তানির জন্য একটি মাত্র গেট রয়েছে ৷ ওই গেটের পাশে আরও একটি নতুন গেট তৈরির পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই মূল ফটক তৈরির শিলান্যাস করবেন শাহ। ব্যবসায়ীরা জানিয়েছেন, একটি মাত্র গেট থাকায় মাঝেমধ্যেই আমদানি-রপ্তানির পণ্য নিয়ে দীর্ঘসময় ট্রাকগুলিকে দাঁড়িয়ে থাকতে হয় ৷ নতুন গেট তৈরি হলে আমদানি-রপ্তানিতে গতি আসবে। রপ্তানির পরিমাণ বাড়বে।

কার্গো গেটের উদ্বোধন শেষে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা আছে স্বরাষ্ট্রমন্ত্রীর। সেখানে তার ভাষণ দেওয়ার কথা। দুপুর দু’টো নাগাদ তিনি পেট্রাপোল বন্দর ছেড়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন।

[আরও পড়ুন: গম্ভীরের দলের বোলারদের বেধড়ক পেটালেন ঋদ্ধি, আনন্দে আত্মহারা বিরাট কোহলিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub