সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেজে গিয়েছে বিধানসভা ভোটের (WB Assembly Election 2021) দামামা। শুক্রবারই আট দফা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। এই পরিস্থিতিতে ভোট ঘোষণার পরদিনই ফের নিজের পুরনো টুইটের প্রসঙ্গ টেনে এনে বিজেপিকে কটাক্ষ করলেন তৃণমূলের ভোটকুশলী প্রশান্ত কিশোর (Prasant Kishore)। পিকের মতে, ফের মমতা বন্দ্যোপাধ্যায়কেই (Mamata Banerjee) রাজ্যের মানুষ মসনদে দেখতে চান। সঠিক সময়েই বাংলার মানুষ জবাব দিয়ে দেবে। এর পাশাপাশি ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ লেখা একটি কার্ডও শেয়ার করেছেন তিনি। এরপরই নিজের পুরনো টুইটটির কথাও মনে করিয়ে দেন।
গত বছর ২১ ডিসেম্বর অমিত শাহের (Amit Shah) বঙ্গ সফরের পরদিনই বিজেপিকে আক্রমণ করে টুইট করেছিলেন প্রশান্ত কিশোর। খোলা চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, বিজেপি বঙ্গে দু’অঙ্কের আসনও পেরতে পারবে না। আর যদি তার চেয়ে ভাল ফল হয়, তাহলে তিনি কাজ ছেড়ে দেবেন। এমনকী তাঁর এই টুইট পরবর্তী সময়ে মেলানোর জন্য যেন রেখে দেওয়া হয়, তাও উল্লেখ করেন পিকে। আর এদিনের টুইটে তিনি লেখেন, “গণতন্ত্রের সবচেয়ে বড় লড়াই হতে চলেছে বাংলায়। সেই লড়াইয়ে সামিল হওয়ার জন্য প্রস্তুত রাজ্যের মানুষ। ঠিক সময়েই তাঁরা বার্তা দিয়ে দেবেন। ২ মে আমার আগের টুইটটি-র কথা মনে রাখবেন।”
One of the key battles FOR DEMOCRACY in India will be fought in West Bengal, and the people of Bengal are ready with their MESSAGE and determined to show the RIGHT CARD – #BanglaNijerMeyekeiChay
(Bengal Only Wants its Own Daughter)
PS: On 2nd May, hold me to my last tweet. pic.twitter.com/vruk6jVP0X
— Prashant Kishor (@PrashantKishor) February 27, 2021
For all the hype AMPLIFIED by a section of supportive media, in reality BJP will struggle to CROSS DOUBLE DIGITS in #WestBengal
PS: Please save this tweet and if BJP does any better I must quit this space!
— Prashant Kishor (@PrashantKishor) December 21, 2020
শুক্রবারই ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আট দফায় ভোট হচ্ছে বাংলায়। তা নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক তরজা চরমে উঠেছে। এর মধ্যেই পিকে-র এই বক্তব্য প্রমাণ করে দিল, যত দফাই হোক না কেন, ভোটে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তৃণমূল শিবির।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.