Advertisement
Advertisement
Hiran chatterjee

প্রচারের ফাঁকে ভোটারের রান্নাঘরে হিরণ, খুন্তি নেড়ে রাঁধলেন নানা পদ, সারলেন ভোজও

২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় প্রচারে বেরিয়ে তিনি এক ব্যক্তির গায়ে সাবান লাগিয়ে দেন।

Hiran chatterjee cooks food in a voters house
Published by: Akash Misra
  • Posted:April 11, 2024 9:05 am
  • Updated:April 11, 2024 5:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতে মাত্র আর কয়েকটা দিন। ১৯ এপ্রিল থেকেই দেশজুড়ে শুরু হবে গণতন্ত্রের উৎসব লোকসভা নির্বাচন। তার আগে বিভিন্ন দলের প্রার্থীরা প্রচারে চমক আনতে নানা কাণ্ড ঘটাচ্ছেন। এই যেমন, ঘাটাল কেন্দ্রের বিজেপির তারকা প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়, প্রচারে বেরিয়ে দুম করে ঢুকে পড়লেন এক ভোটারের রান্নাঘরে। রান্নাঘরে ঢুকেই হাতা-খুন্তি সহযোগে একেবারে রাঁধুনি অবতারে হিরণ।

১০ এপ্রিল অর্থাৎ বুধবার ঘাটাল লোকসভা কেন্দ্রে প্রচারের ফাঁকে ডেবরা অঞ্চলে এক ভোটারের বাড়িতে দুম করে ঢুকে পড়েন হিরণ। সেখানে গিয়ে মহিলাদের সঙ্গে জমিয়ে রান্নাও করেন। তবে শুধু রান্নাই করেননি, সেই বাড়িতে সেরেছেন দুপুরের ভোজ।

Advertisement

[আরও পড়ুন: জামরুল চাষ করছেন মিমি! গাছ ভর্তি ফল দেখে আহ্লাদে আটখানা অভিনেত্রী, দেখুন ভিডিও]

ভোটারের বাড়িতে কী কী পদে আহার করলেন হিরণ?

জানা গিয়েছে, ভোটারের বাড়িতে শাক, এঁচোরের তরকারি, মাছ ভাজা খেয়েছেন বিজেপির এই তারকা প্রার্থী।

প্রচারের ফাঁকে ভোটারদের মন জিততে, এর আগেও এমনটি করেছিলেন হিরণ। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় প্রচারে বেরিয়ে তিনি এক ব্যক্তির গায়ে সাবান লাগিয়ে দেন। সেই ছবিও ভাইরাল হয়েছিল।

ভোট বড় বালাই। কেউ দলকর্মীদের ঘুগনি খাওয়াচ্ছেন, তো কেউ সকাল সকাল থলি হাতে নিয়ে বাজারে ছুটছেন! ভোট প্রচারের কোনও ফন্দিই যেন হাতছাড়া করতে নারাজ রাজনৈতিক দলের তারকা প্রার্থীরা। কয়েকদিন আগে প্রচারের ফাঁকে থলি হাতে হিরণকে বাজার করতেও দেখা গিয়েছিল।

[আরও পড়ুন: ‘ধর্ম নিয়ে মশকরা নয়!’, বোল্ড ফটোশুট করতেই হুমকির মুখে পপ তারকা রিহানা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement