রঞ্জন মহাপাত্র, কাঁথি: পুজোর আগেই বাংলার আকাশে আশঙ্কার মেঘ৷ ক্রমশই শক্তি বাড়িয়ে বড়সড় আকার নিচ্ছে ঘূর্ণিঝড় তিতলি৷ আপাতত ওড়িশা থেকে ৩০০ কিলোমিটার দূরে অবস্থান করছে তিতলি৷ তবে ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গে শুরু হয়েছে বৃষ্টি৷ প্রবল জলোচ্ছ্বাস বঙ্গোপসাগরে৷ উত্তাল দিঘার সমুদ্র৷ পর্যটকদের সমুদ্রে নামার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করল প্রশাসন৷
সারা বছরই মোটামুটি পর্যটকদের ভিড়ে ঠাসা থাকে দিঘা৷ পুজোর আগে যদিও আমজনতার আনাগোনা কিছুটা কম৷ সমুদ্রকে উপভোগ করতে দিঘায় গিয়ে মন খারাপ পর্যটকদের৷ সমুদ্রের আশেপাশে মাইকিং করে কোস্টাল থানার পুলিশ৷ প্রশাসনের নিষেধাজ্ঞার জেরে সমুদ্রে নামতে পারছেন না পর্যটকরা৷ বুধবার সকাল থেকেই দিঘায় শুরু হয়েছে বৃষ্টি৷ গার্ডওয়াল পেরিয়ে রাস্তায় চলে এসেছে সমুদ্রের জল৷ তার ফলে সমুদ্রে নামার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ৷ গার্ডওয়ালের কাছেও যেতে দেওয়া হচ্ছে না তাঁদের৷ সমুদ্রের আশেপাশে অতিরিক্ত পুলিশ বাহিনীও মোতায়েন করা হয়েছে৷ প্রস্তুত উদ্ধারকারী দলও৷ ইতিমধ্যেই মৎস্যজীবীদেরও গভীর সমুদ্র থেকে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে৷ আর নতুন করে কোনও মৎস্যজীবীকে গভীর সমুদ্রে যেতে দেওয়া হচ্ছে না৷ আপাতত শুক্রবার পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে বলেই জানানো হয়েছে৷ তবে তিতলির গতিবিধির উপরই সবকিছু নির্ভর করছে বলেই জানান কোস্টাল থানার পুলিশ আধিকারিকরা৷
আপাতত ওড়িশা থেকে ৩০০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় তিতলি৷ আবহাওয়াবিদদের মতে, বৃহস্পতিবার ভোরের মধ্যেই আছড়ে পড়তে পারে ঝড়টি৷ ক্রমশই বাড়ছে হাওয়ার গতি৷ সকাল থেকেই কলকাতার আকাশের মুখভার৷ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় বৃষ্টি৷ হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর-সহ একাধিক জায়গাই ভেজে বৃষ্টিতে৷ আগামী শুক্রবার পর্যন্ত তিতলির প্রভাবে ঝড়বৃষ্টি চলতে পারে বলেই মত আবহাওয়াবিদদের৷ হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী পুজোয় বৃষ্টির সম্ভাবনা নেই৷ তবু চিন্তার ভাঁজ আমজনতার কপালে৷ তিতলির প্রভাবে পুজো মাটি হবে না তো, আদৌ মণ্ডপে মণ্ডপে ঘুরে পুজো উপভোগ করা যাবে কী না, সেই প্রশ্নই ভাবাচ্ছে উৎসবমুখর বাঙালিকে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.