Advertisement
Advertisement

শিশু পাচারে রাজ্যের হলফনামা তলব হাই কোর্টের

কেন্দ্রীয় শিশু ও নারীকল্যাণ মন্ত্রকের তরফেও এদিন শিশু পাচার কাণ্ডে রাজ্যের কাছে রিপোর্ট তলব করা হয়েছে৷

High court call Affidavit from state about child trafficking
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 29, 2016 4:59 pm
  • Updated:November 29, 2016 5:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:   শিশু পাচারের ঘটনায় এবার রাজ্যেকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট৷ ৪ সপ্তাহের মধ্যেই তা জমা দিতে বলা হয়েছে৷ এদিকে কেন্দ্রীয় শিশু ও নারীকল্যাণ মন্ত্রকের তরফেও এদিন শিশু পাচারকাণ্ডে রাজ্যের কাছে রিপোর্ট তলব করা হয়েছে বলে জানা যাচ্ছে৷

রাজ্যের বিভিন্ন হাসপাতাল নার্সিংহোম থেকে শিশু পাচারের অভিযোগ আসতেই নড়েচড়ে বসেছে রাজ্য৷ মঙ্গলবার রাজ্যের শিশু ও নারী কল্যাণমন্ত্রী শশী পাঁজা জানান, এবার থেকে শিশুকে দত্তক নিলেও ওই দম্পতির উপরও নজরদারি চালাবে রাজ্য৷ বেআইনি দত্তক নেওয়া আটকাতেই এই ব্যবস্থা বলে নবান্ন সূত্রে খবর৷ বিষয়টি নিয়ে এদিনই নবান্নে মুখ্যসচিবের সঙ্গে বৈঠক করেন নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা৷ বৈঠকে ছিলেন ইউনিসেফের প্রতিনিধি ও রাজ্য পুলিশের আধিকারিকরা৷

Advertisement

এদিকে মঙ্গলবারই খোদ সরকারি হাসপাতাল থেকেই শিশু পাচারের অভিযোগ উঠেছে৷ পশ্চিম মেদিনীপুর থেকে শিশু পাচারের ঘটনায় এদিন ফের একজনকে গ্রেফতারও করেছে পুলিশ৷ বাদুড়িয়া নার্সিং হোমের শিশু পাচারের ঘটনা সামনে আসতেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শিশু পাচারের অভিযোগ উঠেছে৷ এমনকি বাদুড়িয়া কাণ্ডে খোদ কলকাতারই দুটি নার্সিংহোমের মালিকন-সহ ৩ মহিলা আধিকারিককে গ্রেফতার করেছে সিআইডি৷ খোদ কলকাতায় আন্তর্জাতিক শিশু পাচার চক্রের অভিযোগ ওঠায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি নিজে এই বিষয়টির তদারকি করছেন বলে জানা গিয়েছে৷ সূত্রের খবর, সিআইডির তদন্ত প্রক্রিয়ার উপর গোপনীয়তা বজায় রাখা হচ্ছে৷ এমনকি জানা গিয়েছে রাজ্যের বিভিন্ন হাসপাতাল নার্সিংহোমে আচমকা হানা দিতে পারে সিআইডি৷ এরই মধ্যে খোদ মেদিনীপুরে সরকারি হাসপাতালেও শিশু পাচারের অভিযোগ ওঠায় বিষয়টি যে তদন্তকারীদের ভাবাবে তা বলাই বাহুল্য৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement