Advertisement
Advertisement

রাজ্যের ৩২ স্টেশন অতি স্পর্শকাতর

হাওড়া, শিয়ালদহ ছাড়াও তালিকায় রয়েছে বিধাননগর, দমদম৷

High alert in 32 rail stations of west bengal
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 16, 2016 11:15 am
  • Updated:July 16, 2016 11:15 am  

স্টাফ রিপোর্টার: রাজ্যের ৩২টি রেল স্টেশনকে অতি স্পর্শকাতর বলে জানাল পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেল৷ দুই রেলের আরপিএফ আইজি সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিল, ভারতের ২০০টি স্পর্শকাতর স্টেশনের মধ্যে অতি স্পর্শকাতর বাইশটি স্টেশন৷ এছাড়া দক্ষিণ-পূর্ব রেলের আরও দশটি স্টেশন মাও অধ্যুষিত বলে সেগুলিও স্পর্শকাতর৷ পূর্ব রেলের আইজি বিনোদকুমার ঢাকা শুক্রবার জানান, হাওড়া, শিয়ালদহ-সহ কলকাতার আশপাশের বালিগঞ্জ, মাঝেরহাট, বিধাননগর, দমদম, কলকাতা টার্মিনাল, বাইরে জেলার বর্ধমান, দুর্গাপুর, আসানসোল ও মালদহকে অতি স্পর্শকাতর বলে জানিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রকে৷

দক্ষিণ-পূর্ব রেলের আইজি এস কে সিনহা বলেন, স্পর্শকাতর স্টেশনগুলির তালিকায় খড়গপুর, মেদিনীপুর, আদ্রা, পুরুলিয়া রয়েছে৷ মাওবাদীদের জন্য স্পর্শকাতর বলে চিহিত স্টেশনগুলি ঝাড়গ্রাম, সরডিহা, গিধনি, মনোহরপুর, গইলকেরা, শালবনি, পিয়ারডোবা, গোদাপিয়াশাল, জারাইকেলা, ভদুতলা৷ এই স্টেশনগুলিতে ইন্টিগ্রেটেড সিকিউরিটি সিস্টেম চালু হচ্ছে৷ স্টেশনগুলিতে সিসিটিভির সংখ্যা বাড়ানো হবে৷ ‘নির্ভয়া’ খাতে বরাদ্দ অর্থে কেনা হবে ২৩৬টি সিসিটিভি ক্যামেরা৷ গাড়ি ঢোকার সময় তা স্বয়ংক্রিয়ভাবে স্ক্যান হয়ে যাবে৷ পাশাপাশি বম্ব ডিসপোজাল গ্রুপ থাকবে গুরুত্বপূর্ণ স্টেশনে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement