Advertisement
Advertisement

Breaking News

গুপ্তধনের সন্ধান! বাড়ির সিঁড়ি ভাঙতেই বেরিয়ে এল কলসি ভরতি মোহর

অনুমান, মজুত রয়েছে আরও ধনসম্পত্তি৷

Hidden treasure found in Hooghly house

ছবি- দিব্যেন্দু মজুমদার

Published by: Tanujit Das
  • Posted:August 13, 2018 9:23 pm
  • Updated:August 13, 2018 9:23 pm  

দিব্যেন্দু মজুমদার, হুগলি: এই ঘটনা সিনেমার চিত্রনাট্যের চেয়ে কোনও অংশে কম নয়৷ পুরনো বাড়ি ভাঙতেই বেরিয়ে এল কলসি ভরতি মোহর৷ সন্ধান পেলেন রাজমিস্ত্রিরা৷ ঘটনাটি ঘটেছে হুগলির গোঘাটের মধুবাটি গ্রামে। মোহরগুলিকে উদ্ধার করেছে পুলিশ৷ এলাকাবাসীর অনুমান, বাড়িটি ভাঙলে খোঁজ মিলতে পারে আরও মোহরের৷

[রবিনসন স্ট্রিটের ছায়া চন্দননগরে, এক সপ্তাহ ধরে দাদার মৃতদেহ আগলে রাখলেন ভাই]

Advertisement

জানা গিয়েছে, বছর আটেক আগে নৃপেন মণ্ডল নামে এক ব্যক্তির কাছ থেকে বাড়িটি কেনেন অশোক মণ্ডল৷ সোমবার বাড়িটির দ্বিতীয়তলে মেরামতির কাজ শুরু করেন রাজমিস্ত্রিরা৷ দোতলার সিঁড়ি ভাঙতেই বেরিয়ে আসে কলসি ভরতি মোহর৷ প্রথমে বিষয়টি চেপে যেতে চান কর্মরত মিস্ত্রিরা৷ তাঁরা নিয়েও নেন কয়েকটি মোহর৷ কিন্তু বিষয়টি নজরে আসে বাড়ির বর্তমান মালিক অশোক মণ্ডলের৷ তাঁদের কাছ থেকে মোহরগুলি নিয়ে পুলিশে খবর দেন তিনি৷ পুলিশ এসে মোহরগুলি উদ্ধার করে৷

[নিঝুম সোনাঝুড়ির বাড়ি, প্রিয় নেতার প্রয়াণে অঘোষিত বনধ বোলপুর-শান্তিনিকেতনে]

মোহরগুলি উদ্ধারের খবর রটে যেতেই ভিড় জমতে থাকে বাড়ির সামনে৷ ঘটনাস্থলে এসে উপস্থিত হন বাড়ির পূর্বতন মালিক নৃপেন মণ্ডল৷ তিনি দাবি করেন মোহরগুলি তাঁর পূর্বপুরুষদের৷ ফলে এগুলির মালিক তিনি৷ তবে তাঁর সেই দাবিতে কোনও কর্ণপাত করেনি পুলিশ৷ সেগুলিকে উদ্ধার করে প্রত্নতত্ত্বিক বিভাগের কাছে পাঠানোর ব্যবস্থা চলছে৷ অনেকের অনুমান, মোহরগুলি ব্রিটিশ আমলের৷ প্রতিটি মোহরের পিছনে রয়েছে ব্রিটিশ আমলের ছাপ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement